ভারতীয় অনুরাগীদের মন্তব্যে হানিয়া বললেন ‘আমি কেঁদে ফেলব’

gbn

কাশ্মীরের পহেলগামের হামলার পর পাকিস্তানি শিল্পীদের ওপর ভারতের শোবিজে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত ২২ এপ্রিলের ভয়াবহ এ ঘটনার দায় স্বীকার করেছিল পাকিস্তানের একটি জঙ্গি সংগঠন। তারপর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার বেশ কিছু পদক্ষেপের ঘোষণা করেছে।

ভারতের বিনোদন অঙ্গনে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে। এরপরেই পাকিস্তানি শিল্পীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় ভারতে।

 

তবে ভারতে সেই সব তারকাদের অনেক অনুরাগী রয়েছে। এ এ ঘটনা তাদের রীতিমতো মন খারাপ। যেমন হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হতেই দুঃখপ্রকাশ করেন তার ভারতীয় ভক্তরা। তবে কেউ কেউ হার মানার পাত্র নন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম বন্ধ হলেও ঠিক তারা উপায় বের করেছেন। ভিপিএন ব্যবহার করে তারা হানিয়ার ইনস্টাগ্রামে মন্তব্য করেছেন। হানিয়ার বিভিন্ন ছবি ও ভিডিওর মন্তব্যের ঘরে তারা লিখেছেন, ‘আপনার কথা খুব মনে পড়ছে।’ কেউ বা আবার লিখেছেন, ‘আপনাকে দেখার জন্য আমরা ভিপিএন ব্যবহার করছি।’

jagonews24

 

হানিয়া আমির সহজ-সরল কথা-বার্তা তার অনুরাগীরা ভীষণ পছন্দ করেন। খোলামেলাভাবে অনুরাগীদের সঙ্গে কথা বলেন পাকিস্তানের এ অভিনেত্রী। ভারতীয় অনুরাগীদের মন্তব্যের জবাবে তিনিও আবেগপ্রবণ হয়ে যান। হানিয়া জবাবে লেখেন, ‘আমি কিন্তু এবার কেঁদে ফেলব।’

ভারতের পহেলগামের হামলার পর হানিয়া আমিরও সোশ্যাল মিডিয়ায় নিন্দা জ্ঞাপন করেছিলেন। এ অভিনেত্রী লিখেছিলেন, ‘যে কোনো স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমানভাবেই দুঃখজনক। এ ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাদের জন্য আমার মন ভীষণ খারাপ।’হানিয়া আমির আরও লেখেন, ‘আমরা যে এলাকারই মানুষ হই না কেন, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন