আগামী ৮ মে, বৃহস্পতিবার ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি বা ভিই ডে’র ৮০ বছর পূর্ণ হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে এ দিনটিতে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে।
ইউকে’র বহুজাতিক সমাজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আদর্শিক গুরুত্ব অনেক বেশি। এই যুদ্ধে ইউকে ছাড়াও কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের মানুষ অংশ নিয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউকে এবং কমনওয়েলথভুক্ত দেশের যেসব নাগরিক ত্যাগ স্বীকার করেছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে নানা অনুষ্ঠানের আয়োজন করবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। বারার বাসিন্দা, ভাড়াটে, এসোসিয়েশন, স্কুল এবং কমিউনিটি সংগঠনগুলোর উদ্যোগে আলাদা আলাদাভাবে স্ট্রিট পার্টির আয়োজনের মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে বিশ্বযোদ্ধাদের।
টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেছেন, “ভালোবাসার মানুষের মায়া পেছনে ফেলে যারা নিজের দেশের জন্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, এই বিশেষ দিনে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তাদের সাহস এবং আত্মত্যাগের উপর ভিত্তি করে আমরা সবার জন্য শান্ত ও সমৃদ্ধ সমাজ এবং বিশ্ব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কালচার এবং রিক্রিয়েশন কেবিনেট মেম্বার কাউন্সিলর কামরুল হোসাইন বলেছেন, “আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী সবার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে চাই। এসব অনুষ্ঠানে অংশ নিতে বারার সর্বস্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি। তাদের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের আত্মত্যাগের সেই ইতিহাস বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের মধ্যে বাঁচিয়ে রাখতে কাউন্সিল এসব অনুষ্ঠানের আয়োজন করছে।”
এক নজরে দেখে নিন ভিই ডে উপলক্ষে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কোথায় কি হচ্ছে:
৭ মে বুধবার, ভিক্টোরিয়া পার্কঃ আগামী ৭ মে, বুধবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ইস্ট পার্ক ভিএন্ডএ বিল্ডিংয়ে ফ্রি স্ট্রিট পার্টি এবং বয়স্কদের জন্য টি—ড্যান্স পার্টির আয়োজন করা হবে। এখানে চল্লিশের দশকের সঙ্গীত বাজানোর পাশাপাশি হালকা খাবার ও চায়ের ব্যবস্থা থাকবে।
৮ মে, বৃহস্পতিবার, টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি এন্ড আর্কাইভঃ ৮ মে বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি এন্ড আর্কাইভের এডুকেশন রুমে বিশেষ তথ্য দেখানো হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে টাওয়ার হ্যামলেটসে কি ঘটেছিল সেই তথ্য লাইব্রেরি থেকে সংগ্রহ করে উপস্থিত সবার সামনে তুলে ধরবেন তথ্য সংগ্রহকারীরা।
৮ মে, বৃহস্পতিবার বিকেল ২টা থেকে ৪টা বেথনাল গ্রিন লাইব্রেরিঃ ৮ মে বৃহস্পতিবার বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত বেথনাল গ্রিন লাইব্রেরীতে বিখ্যাত লেখক ডানকান ব্যারট উপস্থিত থাকবেন। কথা বলবেন তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ ‘ব্লিটজ কিডস’ নিয়ে। বইটি তিনি লিখেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যারা শিশু ছিলেন তাদের সাথে কথা বলে, তাদের সাক্ষাৎকার নিয়ে। যুদ্ধকালীন সময়ে তাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা তুলে ধরেছেন ব্লিটজ কিডসে। এই বইয়ে ব্রিটেনের বিভিন্ন এলাকায় বসবাসকারী ৫০ জন মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তাদের শিশু জীবনের স্মৃতির কথা বলেছেন। এর মধ্যে ইস্ট লন্ডনের বাসিন্দাও আছেন। অনুষ্ঠানে চা—বিস্কুট পরিবেশ করা হবে।
৮ মে, বৃহস্পতিবার মাইল এন্ড পার্কের দ্যা আর্ট প্যাভিলিনঃ ৮ মে বৃহস্পতিবার মাইল এন্ড পার্কের দ্যা আর্ট প্যাভিলিয়নে বারার বয়স্ক নাগরিকদের জন্যে ভিই ডে এবং সেন্ট জর্জেস ডে উদযাপন উপলক্ষে টি—ড্যান্স পার্টির আয়োজন করা হয়েছে। চল্লিশ দশকের বিখ্যাত সঙ্গীত শোনার সাথে সাথে ড্যান্স করতে পারবেন। হালকা খাবার ও ড্রিঙ্কের ব্যবস্থা রাখা হবে।
টাওয়ার অব লন্ডনঃ দ্যা টাওয়ার রিমেম্ববার
পপি ফুল প্রদর্শণীর মধ্য দিয়ে ৬ মে থেকে টাওয়ার অব লন্ডনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি উদযাপন শুরু হবে। টাওয়ার ওয়ালের ভেতরের অন্তত ৩০ হাজার অরিজিনাল পপির প্রদর্শনী করা হবে। ২০১৪ সালে ‘ব্লাড সুইপ্ট ল্যান্ডস এন্ড সিস অব রেড’ স্থাপনের জন্য আর্টিস্ট পল কিউমিনস নিজে ডিজাইন করে এসব পপি তৈরী করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মত্যাগের স্মৃতি চিহ্ন হিসেবে দেখানোর জন্য ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম থেকে পপি গুলো টাওয়ার অব লন্ডনে আনা হবে। এখানে এনে পপি গুলোর নতুন প্রদর্শনীর ডিজাইন করেছেন ডিজাইনার টম পাইপার। টাওয়ার হ্যামলেটসের নাগরিকরা মাত্র ১ পাউন্ডের বিনিময়ে টাওয়ার অব লন্ডনের পপি প্রদর্শনী দেখতে পারবেন। https://www.hrp.org.uk/tower-of-london/#gs.lymp8i এই ওয়েব সাইটে গেলে ভিজিট করলে বিস্তারিত তথ্য পাবেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন