কাশ্মীরের পহেলগামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের নাম করে ভাইরাল হয় একটি বিস্ফোরক পোস্ট! এতে দাবি করা হয়েছে, ‘এ জঙ্গি হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনী দায়ী।’ সাহায্য চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশও জানান এ অভিনেত্রী! সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিজের দেশ পাকিস্তানে বিপাকে পড়েন হানিয়া। এমন পোস্ট কি আসলেই তার দেওয়া? টানা কটাক্ষ, তুমুল অভিযোগের মাঝে এবার ‘বিতর্কিত পোস্ট’ নিয়ে মুখ খুললেন এ পাক অভিনেত্রী।
এ প্রসঙ্গে হানিয়া জানান, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এ পোস্ট একেবারেই ভুয়া। তার নাম করে কেউ ভুয়া খবর ছড়াচ্ছে। হানিয়া আমিরের নামে ছড়িয়ে পড় সেই পোস্টে লেখা ছিল, ‘অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার অনুরোধ, আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, ভারতীয়দের কোনো ক্ষতি করিনি। কিছু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছেন কাশ্মীরের ঘটনার নেপথ্যে। পাক সেনাপ্রধান আসিম মুনির পহেলগাঁমে এ হামলা ঘটিয়েছেন। যার জন্য পাকিস্তানের বিনোদন অঙ্গনকে ভুগতে হচ্ছে। ভারতে পাকিস্তানি শিল্পীদের সোশ্যাল মিডিয়াতেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তাই যা পদক্ষেপ নেওয়া দরকার তা সেনার বিরুদ্ধে নিন। আমাদের ছেড়ে দিন।’ এমন পোস্ট ভাইরাল হতেই দুদেশের সোশ্যাল মিডিয়া উত্তাল। এ বিতর্ক শুরু হতেই হানিয়া আমির মুখ খুললেন।
পাকিস্তানের এ অভিনেত্রীর মন্তব্য, ‘সম্প্রতি, আমার নামে মিথ্যাচার করে একটি বিবৃতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। যা কিনা ব্যাপকভাবে ভাইরালও হয়েছে। তবে আমি স্পষ্ট করে সকলকে বলে দিতে চাই, এই বিবৃতি আমার দেওয়া নয়। এবং এই পোস্টে যা যা লেখা, এরকম কোনো শব্দ আমি ব্যবহার করি না। এরকম মনোভাবও আমি সমর্থন করি না। এটি সম্পূর্ণ ভুয়া। ইচ্ছাকৃতভাবে আমাকে ভুলভাবে জনসাধারণের সামনে তুলে ধরা হচ্ছে। এটা ভীষণ অস্থির সময়। জঙ্গি হামলায় নিহতদের পরিবারের কথা ভেবে সত্যিই আমার মন ভেঙে যাচ্ছে। দয়া করে এসব নিয়ে রাজনীতি করবেন না। এটা সমব্যথী হিসেবে পাশে থাকার সময়।’
হানিয়া আমির আরও বলেন, ‘উগ্রপন্থীদের কর্মকাণ্ডের জন্য একটা দেশ বা সেই ভূখণ্ডের নাগরিকদের দোষ দেওয়া যায় না। আর প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করে বিভেদ সৃষ্টি করবেন না। আমি সবসময়ে ইতিবাচক মনোভাব রাখি আর পরস্পরের প্রতি শ্রদ্ধায় বিশ্বাসী।’
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন