উত্তর আমেরিকায় বড় আয়ের পথে ‘জংলি’

gbn

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিয়াম-বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমাটি কানাডা ও আমেরিকায় বেশ ভালো শুরু করেছে। ২৫ এপ্রিল মুক্তির প্রথম তিন দিনে উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ৩৫,০০০ মার্কিন ডলার আয় করেছে সিনেমাটি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ ৩৩ হাজার টাকারও বেশি।

বক্স অফিস বিশ্লেষণ সংস্থা কমস্কোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

 

তিনি জানান, ৩০ এপ্রিল পর্যন্ত ৬ দিন শেষে ছবিটির আয় ৫০ হাজার ডলার ছাড়িয়েছে। খুব দ্রুতই ছবিটির এক সপ্তাহের আয়ের হিসেব প্রকাশ হবে।

সজীব ‘জংলি’ সিনেমার আয় তুলনা করেছেন শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবির সঙ্গে। ‘প্রিয়তমা’ তিন দিনে ৪২টি থিয়েটার থেকে ৪৪,০০০ ডলার আয় করেছিল। আর ‘জংলি’ ৩৩টি থিয়েটার থেকে ৩৫,০০০ ডলার আয় করেছে।

 

সজীব বলেন, ‘যেভাবে দর্শক কানাডা-আমেরিকায় ‘জংলি’র প্রতি আবেগ দেখাচ্ছেন, তাতে এটি ১ লাখ ডলারের ক্লাবে প্রবেশ করতে পারে বলে ধারণা করছি। আর এমনটি হলে তা হবে বাংলাদেশের সিনেমার জন্য একটি গর্বের বিষয়।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত সর্বোচ্চ আয় হচ্ছে টরন্টো এবং নিউ ইয়র্ক শহর থেকে, যেখানে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।

‘জংলি’ মুক্তি পেয়েছে কানাডার ৫টি, আমেরিকার ২৮টি এবং ইউকের ৭টি- মোট ৪০টি থিয়েটারে। এটি এবারের ঈদের সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বড় আন্তর্জাতিক মুক্তি।

 

 

 

এম রাহিম পরিচালিত এই সিনেমায় নাম ভূমিকায় রয়েছেন সিয়াম আহমেদ। এতে ‘পাখি’ চরিত্রে শিশুশিল্পী নৈঋতা, আর বুবলী ও দিঘী রয়েছেন গুরুত্বপূর্ণ দুটি ভূমিকায়। ছবির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন