মধুবালার প্রেমও হারালেন, সন্তানও পেলেন না দিলীপ কুমার

gbn

হিন্দি সিনেমার সবচেয়ে চর্চিত ও জনপ্রিয় জুটিগুলোর একটি ছিল দিলীপ কুমার ও মধুবালা। ‘মুঘল-ই-আজম’ ছবির মতো কালজয়ী চলচ্চিত্রে একসঙ্গে কাজ করা এই জুটি বাস্তব জীবনেও প্রেমে জড়িয়েছিলেন। তবে সেই সম্পর্কের পরিণতি হয়নি বিয়েতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী মুমতাজ দাবি করেছেন, মধুবালার সন্তান হবে না জেনে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন দিলীপ কুমার।

 

ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুমতাজ বলেন, ‘মধুবালা তাকে ছাড়েননি। দিলীপ কুমারই তাকে ছেড়ে দিয়েছিলেন। কারণ মধুবালা সন্তান ধারণে অক্ষম ছিলেন। এরপর তিনি সায়রা বানুকে বিয়ে করেন। তিনিও খুব ভালো মানুষ।’

মুমতাজ জানান, সায়রা বানু দিলীপ কুমারকে মৃত্যুর আগ পর্যন্ত খুব যত্ন নিয়ে দেখভাল করেছেন। যদিও তাদের বয়সের মধ্যে অনেক ব্যবধান ছিল, তবে ভালোবাসাই ছিল তাদের সম্পর্কের মূল ভিত্তি।

 

মুমতাজ আরও বলেন, মধুবালা নিজেই তাকে জানিয়েছিলেন- তার হার্টের জটিলতার কারণে সন্তান নেওয়া তার পক্ষে সম্ভব নয়। সেই খবর জানার পরই সবকিছু বদলে যায়। মধুবালার ভাষায়, ‘ইউসুফ (দিলীপ কুমার) সেটা জানার পর থেকেই ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে।’

মধুবালার প্রেমও হারালেন, সন্তানও পেলেন না দিলীপ কুমার

মুমতাজের মতে, দিলীপ কুমারের সন্তান চাওয়ার আকাঙ্ক্ষাই হয়তো তাকে সায়রা বানুর দিকে ঠেলে দেয়। যদিও শেষ পর্যন্ত সায়রা বানুর সঙ্গেও দিলীপ কুমারের কোনো সন্তান হয়নি। সেটা নিয়েও আক্ষেপ ঝরে পড়ে মুমতাজের কণ্ঠে।

 

মুমতাজ বলেন, ‘আমি দিলীপ কুমারকে দোষ দিই না। সন্তান চাওয়া মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা। তিনি মধুবালাকে ভালোবাসতেন। কিন্তু পাশাপাশি একটি পরিবারও চেয়েছিলেন। যদিও সেই পরিবার তিনি পাননি।’

প্রসঙ্গত, মধুবালা ও দিলীপ কুমার একসঙ্গে ‘তারানা’, ‘আমার’, ‘সঙ্গদিল’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। দীর্ঘদিন প্রেম করার পরেও তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হননি। পরবর্তীতে মধুবালা বিখ্যাত গায়ক কিশোর কুমারকে বিয়ে করেন।

বিয়ের কিছুদিন পর থেকেই তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে। অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ বছর বয়সে ১৯৬৯ সালে মারা যান এই কালজয়ী অভিনেত্রী।

 

 

 

আর দিলীপ কুমার মারা যান ২০২১ সালে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন