‘ফিলিস্তিন জনগণের পাশে থাকা ঈমানি দায়িত্ব’ -: পীর সাহেব লালকুঠি পাক দরবার শরীফ

gbn

ঐতিহ্যবাহী লালকুঠি পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর মাওলানা খাজা ছাইফুদ্দীন শম্ভুগঞ্জী (র.)’র বিবি জীবন্নেছা বেগমের ওফাত বার্ষিকী উপলক্ষে ফিলিস্তিনি জনগণের উপর ইসরাঈল নরপশুদের বর্বরোচিত ও নৃশংস হামলার প্রতিবাদে লালকুঠি পাক দরবার শরীফ হতে একটি বিশাল প্রতিবাদ মিছিল গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে দরবার শরীফের ভক্ত-মুরিদান, স্থানীয় জনসাধারণ এবং স্কুল-কলেজের শিক্ষার্থী উপস্থিত ছিল।

অনুষ্ঠান সদারত করেন, শম্ভুগঞ্জ লালকুঠি দরবার শরীফের গদিনীশিন পীর সাহেব মাওলানা খাজা সুজাউদ্দৌলা শম্ভুগঞ্জী।

তিনি বলেন, ‘‘ফিলিস্তিনি জনগণের উপর ইসরাঈলি আগ্রাসন যে হত্যাযজ্ঞ কর্মকাÐ পরিচালিত করছে তা সম্পূর্ণ অমানবিক ও পশুত্বপূর্ণ আচরণ। এজন্য ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশ এবং ইসরাঈল পরাশক্তির বিরুদ্ধে নিন্দা জানানো একজন ঈমানদারের মৌলিক দায়িত্ব। ইসরাঈল আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনি জনগণের উপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে স্থপতি ও বিশিষ্ট মরমি সাধক খাজা আলাউল হক অলি বলেন, ‘‘অনৈক্য ও আদর্শ বিচ্যুতির কারণে মুসলমানদের আজ বিধর্মী অপশক্তির কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হচ্ছে। আমাদের উচিত, সকল মুসলমানদের মধ্যে ঐক্যতা গড়ে তোলা।

কর্মসূচির মধ্যে ছিল, কুরআন তেলাওয়া, অজিফা পাঠ, মিলাদ-ক্বিয়াম, ফিলিস্তিনের সমর্থনে সংগীত পরিবেশন, ইসরাঈলি হামলার প্রতিবাদে মিছিল, তবারুক বিতরণ এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন