নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলার উদ্বোধন

gbn

 হাকিকুল ইসলাম খোকন,
নিউইয়র্কে চতুর্থ বাংলাদেশ রেমিট্যান্স মেলা ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মেলাটির উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকের চেয়ারম্যানরাও এতে যোগ দেন। উদ্বোধনী অনুষ্ঠানে কেবল বৈধপথে রেমিট্যান্স প্রেরণে সীমাবদ্ধ না থেকে অভিবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর অন্যতম যুক্তরাষ্ট্র। এ দেশে বসবাসরত বাংলাদেশিরা স্বজনদের কাছে যে অর্থ পাঠান, তাতে শক্তিশালী হয় অর্থনীতি। সাম্প্রতিক সময়ে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে কয়েকগুণ। এ ধারাকে অব্যাহত রাখতে চতুর্থবারের মতো নিউইয়র্কে আয়োজন করা হলো রেমিট্যান্স মেলার।

অর্থনীতিবিদ ড. বীরুপাক্ষ পালের সঞ্চালনা ও ডা. জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা বলেন, মধ্যপ্রাচ্য রেমিট্যান্সের প্রধান বাজার হলেও আমেরিকা থেকে যারা রেমিট্যান্স পাঠান, তাদের মধ্যে দেশপ্রেম অনেক বেশি।

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, সিটিজেন্স ব্যাংক চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেডের চেয়ারম্যান এম আমানউল্লাহ, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালামসহ আরও বিভিন্ন ব্যাংক ও মানি এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার দেশের উন্নয়নে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর গুরুত্বের কথা উল্লেখ করে এ আয়োজনের সাফল্য কামনা করেন। আয়োজকেরা বলেন, এ মেলার ফলে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবেন।

রেমিট্যান্স ফেয়ার উপলক্ষে নিউইয়র্কে স্টেট সিনেট একটি রেজুলেশন পাস করেছে। সেই সূত্রে রিপাবলিকান সিটি মেয়র প্রার্থী কার্টিস সিলিওয়া বাংলাদেশের অভিবাসীদের গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে বক্তব্য প্রদান করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানের আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালামের উদ্যোগে নৈশভোজে সংগীত পরিবেশনা করেন কৃষ্ণা তিথি ও শাহ মাহবুবসহ আরও অনেকে।

ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাইহানুল ইসলাম চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, ১৯ ও ২০ এপ্রিল জ্যাকসন হাইটসের ‘সানাই পার্টি হলে’ এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন