ফকিরহাটে উপকার ভোগীদের কল্যানে জবাবদিহিতা মুলক উন্মুক্ত সভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্বচ্ছতা জবাবদিহিতা ও জনঅংশিদারিত্বের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার করার লক্ষে উপকারভোগী সকল জনগনের অংশ গ্রহনে জবাবদিহিতা মুলক উন্মুক্ত ওয়ার্ড সভা গতকাল শনিবার বিকালে ৫নং ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সদস্য মুস্তাকিন হোসেন এর সভাপতিত্বে এর উদ্ভোধক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আঃলীগের সিনিয়র সহ-সভাপতি শিক্ষাবিদ মুনসুর আলী। ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক অসিম কুমার দেবনাথ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, উপজেলা আঃলীগের সহ-সভাপতি মোঃ মুস্তাইদ সুজা, ইউনিয়ন আঃলীগের সভাপতি সমরেশ রায় চৌধুরী, সংরক্ষিত মহিলা সদস্যা নিলিমা বেগম, উপ-সহকারী উদ্ভিদ ও প্রাণী সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন, ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার বিল্লাল হোসেন, আঃলীগ নেতা অশোক কুমার দেবনাথ, আবুল কালাম আজাদ ও ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন উপকারভোগীরা তাদের চাহিদা কথা তুলে ধরেন। যা খসড়া আকারে রেজুলেশন করা হয়। ###