চাঁপাইনবাবগঞ্জে ২২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৪

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি অভিযানে ২২০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬’অক্টোবর) ও গত বৃহস্পতিবার (১৫’অক্টোবর) দুপুরে অভিযানগুলি চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জের কালীগঞ্জ গ্রামের তোজাম্মেল হকের ছেলে মিলন(২৭),একই গ্রামের খোকা মিয়ার ছেলে মাসুদ রানা (২৫),বাগবাড়ী গ্রামের মৃত.নুরুল ইসলামের ছেলে সাবান(৪৫) ও গোমস্তাপুর উপজেলার রাজরানপুর এলাকার আবু তালেবের ছেলে টিমন(৩০)। পুলিশ সুপার কার্যালয় সুত্র জানায়,শুক্রবার দুপুর সাড়ে ১২টায় শিবগঞ্জের কালুপুর বেইলি ব্রীজের নিকট সড়কে চেকপোষ্ট বসিয়ে ১শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয় মোটরসাইকেল আরোহী মিলন ও মাসুদ রানাকে। এ ব্যাপারে মামলা করা হবে। গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক(এসআই) শ্রী বিকাশ জানান,বৃহস্পতিবার দুপুর দেড়টায় লক্ষিপুর মতিবাজাজের নিকট অভিনব কায়দায় রিক্সা ভ্যানে করে পাচারের সময় ১২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন সাবান ও টিমন। এ ঘটনায় শিবগজ্ঞ থানায় মামলার পর আসামীদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ###