‘চুমু খেয়ে বেশ করেছেন’, উদিতের পক্ষ নিলেন কুমার শানুর প্রাক্তন প্রেমিকা

gbn

সম্প্রতি চুমুকাণ্ডে বেশ আলোচনায় উঠে আসেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী উদিত নারায়ন। মঞ্চে গান গাইতে গাইতে নারী ভক্তের গালে চুমু খান তিনি। তবে এক নারীকে চড়িয়ে ধরে ঠোঁটে চুমু খাওয়ায় বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক। খ্যাতনামা শিল্পীর পক্ষে-বিপক্ষে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে শোবিজ অঙ্গন।

তবে সেই ঝড় কিছুটা শান্ত হয়েছে। চুমুকাণ্ড নিয়ে তীব্র আলোচনা কমে এসেছে। তবে এরইমধ্যে আগুনে নতুন করে হাওয়া দিলেন অভিনেত্রী কুণিকা সদানন্দ। চুমুকাণ্ডের প্রসঙ্গ তুলে উদিত নারায়নের পাশে দাঁড়ালেন তিনি।

কুণিকা ভারতের বর্ষীয়ান গায়ক কুমার শানুর প্রাক্তন প্রেমিকা ছিলেন।

 


 

কুণিকার মতে, চুমু খেয়ে উদিত কোনো ভুল কাজ করেননি। পুরুষ বলেই এখন তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। নারীদিবসের আগে উদিত নারায়ণের চুম্বন কাণ্ড নিয়ে এমন মন্তব্য করলেন অভিনেত্রী।

 

 

কুণিকার কথায়, পুরুষ বলে শুধু উদিতকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে কেন? ওই নারীও তো নিজেই এসেছিলেন। সম্প্রতি এক পডকাস্টে যোগ দিয়ে এসব কথা বলেন অভিনেত্রী। কুণিকা সদানন্দ বলেন, ‘উদিত নারায়ণ চুমু খেয়ে বেশ করেছেন। তবে ভুল জায়গায় চুমু খেয়ে ফেলেছেন। ওর গালে চুমু খাওয়া উচিত ছিল।

’ এরপরই অভিনেত্রী বলেন, ‘এই ঘটনায় আমি কারও দোষ দেখছি না। কারণ ওই মেয়েটিও তো নিজে থেকেই এগিয়ে এসেছিল। তাহলে পুরুষ বলে উদিতকেই শুধু দোষারোপ করা হবে কেন? এখন আপনার সামনে কেউ থালায় লাড্ডু সাজিয়ে নিলে কী করবেন? খাবেন না?’ 

 


 

কুণিকার এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে আবারও জেগে উঠেছে সেই বিতর্ক। এবার অভিনেত্রীকেও দোষারোপ শুরু করেছেন নেটিজেনদের একাংশ। কেউ কেউ আবার তার কথায় সমর্থনও ব্যক্ত করেছেন।

কুণিকা সদানন্দ অভিনেত্রী হওয়ার পাশাপাশি পেশায় একজন আইনজীবীও। ছোটপর্দায় বেশ জনপ্রিয় মুখ কুণিকা। একাধিক সিনেমাতেও কাজ করেছেন। ‘হাম আপকে হ্যায় কৌন’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কুনিকা। পাশাপাশি তিনি ছোটপর্দায় কাজ করেছেন নিয়মিত। পাঁচ বছর কুমার শানুর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। নব্বইয়ের দশকে কুমার শানুর সঙ্গে প্রেমের কারণে বেশ চর্চায় ছিলেন অভিনেত্রী।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন