হঠাৎ করেই সোশ্যালে ছড়িয়ে পড়ে ‘কিংবদন্তি অভিনেত্রী বৈজয়ন্তীমালা আর নেই’। স্বভাবতই প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর খবরে তোলপাড় বিনোদন দুনিয়া।
এমন খবর ছড়িয়ে পড়লে সেটিকে ভুয়া ও গুজব বলে জানান অভিনেত্রীর ছেলে সুচিন্দ্রা বালি। অনুরাগীদের আশ্বস্ত করে এক ফেসবুক পোস্টে বৈজয়ন্তীমালাপুত্র জানান, তার মা পুরোপুরি সুস্থ রয়েছেন।
সুচিন্দ্রা বালা নলেন, ‘ড. বৈজয়ন্তীমালা বালি সম্পূর্ণভাবে সুস্থ এবং বাকি যা কিছু রটেছে মায়ের মৃত্যুর খবর বলে, সেগুলো সব ভুয়া।’
ড. বৈজয়ন্তীমালা বালি
হিন্দি সিনেমার স্বর্ণযুগের এই অভিনেত্রীকে সম্প্রতি মঞ্চে পারফর্ম করতে দেখা গেছে। চলতি বছরের জানুয়ারি মাসেই চেন্নাইয়ের কলা প্রদর্শনীতে ভরতনাট্যম পরিবেশন করেছিলেন তিনি। তখনও তিনি বেশ সুস্থ ছিলেন।
তার পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছে নবীন প্রজন্মও। পদ্মভূষণও পেয়েছেন অভিনেত্রী। কিংবদন্তি ধ্রুপদী নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত হওয়া সত্ত্বেও তার অভিনয় মুগ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্মকে।
বৈজয়ন্তীমালা অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দেবদাস’ (১৯৫৫), ‘নয়া দৌর’ (১৯৫৭), ‘মধুমতী’ (১৯৫৮), ‘জুয়েল থিফ’ (১৯৬৭) এবং ‘সঙ্গম’ (১৯৬৪) ইত্যাদি।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন