বাড়িতে আগুন : এখনো তদন্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে যা বললেন কাফি

gbn

সম্প্রতি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে। এতে পুড়ে গেছে কাফির বাড়ি। এ নিয়ে একাধিক পোস্ট দিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট প্রদান করেছেন তিনি।

 

পোস্টে ক্ষোভ প্রকাশ করে কাফি লিখেছেন, ‘তিনদিন হয়ে গেল আমার বাড়ির ঘর বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো। কয়লা হয়ে পড়ে আছে। এখন পর্যন্ত স্পেশাল ব্রাঞ্চ থেকে স্পেশাল কোনো টিম গঠন করা হলো না।’

 

 

তিনি আরো লিখেন, ‘লোকাল থানায় তদন্ত পড়ে আছে।

অথচ আমি এই দেশের জন্য দেশের মানুষের জন্য কথা বলেছিলাম। যার জন্য স্বৈরাচারের সহায়তকারীরা আমার ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। সেই আমার জন্যই যদি ঘটনার তিন দিনের মাথায়ও স্পেশাল টিম গঠন না করা হয় এবং হয়নি। তবে আগামী চারদিন পর যখন রাজপথ আমি দখলে নেবো তখন ঠিকই কানে পানি যাবে।

 

 

তিনি লেখেন, ‘আমার বাড়ি ঘর বাহির থেকে দরজা লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো আর আপনাদের কিছু মনে হলো না! আপনাদের কানে পানি গেল না! আমার এই করুণ পরিস্থিতির জন্য স্পেশাল টিম গঠন করা গেল না! তবে, আমার রাজপথ দখলের খারাপ রূপটা শিগগিরই দেখতে পাবেন।’

 

 

গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাসদস্যরা। এ সময় তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। এর পাশাপা‌শি সা‌র্বিক সহ‌যো‌গিতার আশ্বাস দেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন