সশস্ত্র বাহিনী বিভাগের চার সদস্যের ইন্দোনেশিয়া সফর

gbn

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধিদল ৪ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত ইউএন পিসকিপিং মিনিস্টেরিয়াল-২০২৫ এর দ্বিতীয় প্রস্তুতিমূলক সভায় অংশ নিয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

আইএসপিআর জানায়, ইউএন পিসকিপিং মিনিস্টেরিয়াল বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরাম হিসেবে পরিচিত।

সশস্ত্র বাহিনী বিভাগের চার সদস্যের ইন্দোনেশিয়া সফর

 

ইউএন পিসকিপিং মিনিস্টেরিয়াল-২০২৫ এর দ্বিতীয় প্রস্তুতিমূলক সভার উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বিশ্বশান্তি রক্ষায় অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ সম্পর্কে মূল্যবান বক্তব্য দেন।

আইএসপিআর আরও জানায়, এই বৈশ্বিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলসহ (ক্যাথারিন পোলার্ড) অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক মতবিনিময়ের ফলে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের চার সদস্যের ইন্দোনেশিয়া সফর

​​​​​​​

এছাড়াও অন্যান্য দেশের সঙ্গে সহ-আয়োজক হিসাবে দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা আয়োজন এবং প্রতিনিধিত্বের মাধ্যমে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থান দৃঢ় হয়েছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন