শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরছেন সাবিনা ইয়াসমিন

gbn

খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন শুক্রবার (৩১ জানুয়ারি) একটি অনুষ্ঠানে গাইবার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন। আবারও এ শিল্পী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তিনি এখনো হাসপাতালে রয়েছেন। জানা গেছে, সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির দিকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শিল্পী বাসায় যেতে পারেন।

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে বলেন, ‘আম্মুর অবস্থা এখন ভালো। আজকে তার বাসায় ফেরার কথা রয়েছে। ডাক্তাররা এখন পর্যন্ত এমনটাই বলছেন।’

 

এক বছরেরও বেশি সময় ধরে গানে বিরতি নিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। এই সময়ে তিনি ক্যানসারের চিকিৎসা নিচ্ছিলেন। প্রথম ২০০৭ সালে তার ক্যানসার ধরা পড়ে। চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আবারও গান শুরু করেছিলেন তিনি। মাঝে বিশ্বের কয়েকটি দেশের প্রবাসী বাঙালিদের জন্য আয়োজিত অনুষ্ঠানগুলোয় গান করেছেন তিনি।

গত বছরের ফেব্রুয়ারি মাসে নতুন করে তার শরীরে ক্যানসার ফিরে আসে। সেবার সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে ফিরেছিলেন তিনি। তবে তাকে অনেকগুলো রেডিওথেরাপি নিতে হয়েছিল।

 

দশ হাজারেও বেশি গান কণ্ঠে তুলেছেন সাবিনা ইয়াসমিন। গীতিকার নয়ীম গহরের লেখা ও সুরকার আজাদ রহমানের সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া দেশাত্মবোধক গান ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ একাত্তরের রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল।

 

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু গানের পাশাপাশি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে সব শ্রেণির শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাবিনা ইয়াসমিন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। সংগীতে অবদানের জন্য ১৯৮৪ সালে তিনি একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার ও ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন