নবীগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজামন্ডপ গুলো পরিদর্শন করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ

নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন পুজামন্ডপ গুলো পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল বুধবার মহাঅষ্টমী বিহিত পুজায় নেতৃবৃন্দ নবীগঞ্জ উপজেলার ১ নং বড় ভাকৈর পশ্চিম,২ নং বড় ভাকৈর পূর্ব,৩ নং ইনাতগঞ্জ,৩ নং দিগলবাক,৫ নং আউশকান্দি,৭ নং করগাও,১০ নং দেবপাড়া,১১ নং গজনাইপুর ১৩ নং পনিউমদা ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,গনসংযোগ সম্পাদক সলিল বরন দাশ,নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়,রাজীব কুমার রায়,অরবিন্দু বনিক,কনক চন্দ্র দাশ,সুমন তালুকদার প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত। পরিদর্শনকালে পুজা কমিটির কৃপেশ রায় চৌধুরী,পিন্টু দাশ,গীতেন্দ্র কুমার দাশ,শশাংক শেখর দাশ,সবিত রঞ্জন তালুকদার,সুষেন তালুকদার,রঞ্জন চৌধুরী,উৎপল দেবনাথ,অমুল্য দেবনাথ,শচিন্দ্র বিশ্বাস,অক্ষর সরকার,নারায়ন সুত্রধর,পলাশ সুত্রধর,কানু রাল রায়,নিশিকান্ত রায়,কাজল পাল,স্বপন সুত্রধর,মিহির আচার্য্য,ব্রজেন্দ্র দেবনাথ,উজ্বল মনি দাশ,দিলু চন্দ্র দেব,লংকেশ দাশ,টিটু দাশ,কৃষ্ণেন্দু দাশ,অনন্ত কুমার দাশ,মোহন লাল দাশ,অর্জুন দাশ,প্রদীপ দাশ,নিউটন দাশ,রবীন্দ্র কুমার পাল,শ্রীবাস পাল,সুধাংশু দেব,সমর চন্দ্র দেব,ব্রজ গোপাল রায়,কৃপেশ চন্দ্র রায়, ১ নং বড়ভকৈর পশ্চিম ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সভাপতি ভুপেম তালুকদার,সাধারন সম্পাদক দেবব্রত দাশ,প্রচার সম্পাদক শিবু দাশ, ৩নং ইউনিয়ন সভাপতি চিনু সুত্রধর,সাধারন সম্পাদক হরি রায়, ৫নং ইউনিয় সাধারন সম্পাদ ব্রজেন্দ্র দেবনাথ,১০ নং দেবপাড়া ইউনিয়ন কমিটির সভাপতি ডাঃ শ্যামল পাল,১৩ নং পানিউমদা ইউনিয়নের সভাপতি ব্রজগোপাল রায়,সাংগঠনিক সম্পাদক শিক্ষক কৃপেশ চন্দ্র রায় প্রমুখ নেতৃবৃন্দ পরিদর্শনকারীদের পুজার শুভেচ্ছা জানান।