কপিল শর্মার নায়িকা হয়ে বলিউডে এলেন নিম্রত কৌর

gbn

বলিউডে পাঞ্জাবি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে নিম্রত কৌর আহলুওয়ালিয়ার। এখন শোনা যাচ্ছে তিনি বলিউডে পা রাখতে যাচ্ছেন। আর তার অভিষেক হবে সুপারহিট উপস্থাপক ও অভিনেতা কপিল শর্মার নায়িকা হয়ে।

ব্লকবাস্টার কমেডি ‘কিস কিস কো পেয়ার কারো’ ছবির সিক্যুয়েলে জুট হয়ে কাজ করবেন নিম্রত ও কপিল।

 

এক সূত্রের বরাতে বলিউড হাঙ্গামা জানায়, ‘নিকমিত কৌর আহলুওয়ালিয়া ‘‘কিস কিস কো পেয়ার কারো ২’ ছবির কাস্টে যোগ দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে তার নাম ছবিটির জন্য শক্তিশালীভাবেই উচ্চারিত হচ্ছে।

নিম্রতের জনপ্রিয়তা এবং আর্কষণীয় সৌন্দর্য-ফিগারের কারণে তাকেই যোগ্য হিসেবে ভাবছেন কপিল শর্মাও।

 

তবে বলিউড হাঙ্গামা বলছে, এখনও ছবিটির ব্যাপারে আনুষ্ঠানিক কিছু ঘোষণা হয়নি। শিগগিরই বিস্তারিত জানানো হবে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন