চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষে শিশু সমাবেশ,আলোচনা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩অক্টোবর) বিকেলে বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মাসরুবা ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম।উপস্থিত ছিলেন গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রোখসানা আহমেদ, স্কাউট সংগঠন মুক্তমহাদলের প্রতিষ্ঠাতা মোসফিকুর রহমান, প্রভাষক আকতারুজ্জামান মন্টু প্রমুখ। ##