চাঁপাইনবাবগঞ্জে ৪টি খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকা এবং অবৈধভাবে পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের দায়ে চাঁপাইনবাবগঞ্জে ৩টি বেকারী ও ১টি চানাচুর ফ্যাক্টরিকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার(৮অক্টোবর) দুপুরে শহরের আরামবাগ ও নিমতলা এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্য়ালয় এ অভিযান চালায়। অভিযানে সজীব ও ভাই-বোন বেকারীকে ৫ হাজার টাকা করে, বৈকালী বেকারীকে ২০ হাজার টাকা এবং মাহমুদা চানাচুর ফ্যাক্টরিকে ৩ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান,বাজার তদারকিমূলক এই অভিয়ানে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইকবাল হাসান,জেলা স্যানিটারী ইন্সপেক্টর কোবাদ আলী,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার পরিচালক শহীদুল ইসলাম,সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। ##