বাংলাদেশে কাজ করতে চান নাসার প্রধান নভোচারী

gbn

বাংলাদেশিদের নভোচারী হওয়ার স্বপ্নপূরণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রধান নভোচারী জোসেফ আকাবা। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে ‘মিট অ্যান্ড গ্রেট’ অনুষ্ঠানে তিনি বলেন, আমি একজন শিক্ষক। মার্কিন দূতাবাসের সহায়তা ও বাংলাদেশ সরকারের আগ্রহে এখানে মহাকাশ গবেষণা ও নভোচারী হওয়ার স্বপ্নপূরণে কাজ করতে চাই।

বেসিস স্টুডেন্ট ফোরাম ও ঢাকার মার্কিন দূতাবাসের যৌথ এ আয়োজনে নিজের মহাকাশ যাত্রার কথা তুলে ধরে জোসেফ আকাবা বলেন, কাজাখস্তান থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গিয়েছি। সেখানে কাটিয়েছি ৩০৬ দিন। স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত ব্যায়াম করেছি। সেখানে একটি গাছও রোপণ করে এসেছি।

অনুষ্ঠানে এক তরুণ প্রশ্ন করেন কখনো এলিয়েন দেখেছেন কিনা। জবাবে মজার ছলে বলেন, না এলিয়েন দেখিনি। তবে ব্যাটম্যান, স্পাইডারম্যান দেখেছি। এ ছাড়া ভিডিও কলে সেখান থেকে পরিবারের সঙ্গে নিয়মিত কথা বলতেন বলে জানান তিনি। 

অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক শাখার প্রধান কর্মকর্তা জেমস স্মিথ গার্ডনার, আইসিটি পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমদ তৈয়্যব ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন ‘নাসা স্পেস অ্যাপ ২০২৪’জয়ী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টিম ইকোরেনজার্সের দলনেতা ফুয়াদ হাসান। সব শেষে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের বহন করা একটি পতাকা আকাবার হাতে তুলে দেওয়া হয়।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন