বিগত সরকারের আমলে বিদ্যা ও মেধার স্বীকৃতি ছিল না মন্তব্য করে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও সেন্টার পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, চাটুকারদের বেশি মূল্যায়ন করা হয়েছে। তার বড় উদাহরণ সুপ্রিম কোর্ট।
রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত নাগরিক সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার বদল হলেই রাষ্ট্র পরিবর্তন হয় না। যেই মানুষগুলো কষ্টে আছে, তাদের কথা তুলে ধরলে এবং পরিবর্তন নিয়ে আসলেই শাসন ও ব্যবস্থার পরিবর্তন হয়। জুলাই বিপ্লবের প্রতি সম্মান জানাতে হলে আগের সরকারের সময়ের মতো পাচার লুটপাট বন্ধ করতে হবে। সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
পিছিয়ে পড়া মানুষের মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের আগামী দিনে এগিয়ে নেওয়া না হলে ৫ আগস্ট যারা প্রাণ দিয়েছে ও ত্যাগ করেছে, তা কোনো কাজে আসবে না।
এ সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হয়েছে।
অথচ এরকম রাষ্ট্র আমরা চাই না। ছাত্র-জনতার বিপ্লব নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অপার সুযোগ করে দিয়েছে।
অনুষ্ঠানে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ বলেন, অন্যায় সেখানে হবে, সেখানে সোচ্চার হতে হবে। এসডিজিতে যে অগ্রগতি তুলে ধরা হয়েছে, টা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন