তিন মাসের বেশি সময়ের অপেক্ষা, স্বপ্ন পূরণ হলো শাহরুখ-ভক্তের

gbn

মাত্র এক দিন আগে জন্মদিন গেছে বলিউড বাদশাহর। ৫৯-এ পা দিয়েছেন তিনি। তবে এদিন রাতে নিয়ম অনুযায়ী আসেননি বাড়ির ছাদে। দেখা দেননি অপেক্ষায় থাকা ভক্তদের।

তবে সেদিন ভক্তদের দেখা না দিলেও ৯৫ দিন বাড়ির সামনে অপেক্ষা করা এক ভক্তকে দেখা দিয়েছেন তিনি। এই ঘটনাটি ঘটেছে জন্মদিনের দিনই।

 

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, এই বিশেষ দিনেই ঝাড়খণ্ডের এক ভক্তের স্বপ্ন পূরণ করলেন বাদশাহ। স্বপ্নের নায়কের সঙ্গে দেখা করার তাগিদ নিয়ে ৯৫ দিন ধরে মান্নতের বাইরে অপেক্ষা করছিলেন ঝাড়খণ্ডের এক যুবক।

শপথ নিয়েছিলেন শাহরুখের দেখা না পেলে বাড়ি ফিরবেন না, সেই খবর বাদশাহর কানে অবশেষে পৌঁছেছে!

 

নাওয়া-খাওয়া-ঘুম ভুলে কেন মান্নতের বাইরে ডেরা জমিয়েছিলেন শেখ মহম্মদ আনসারি। সংবাদমাধ্যমের সামনেও শিগগিরই শাহরুখের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। ধৈর্য ধরে একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে মান্নতের বাইরে সারা দিন দাঁড়িয়ে থাকতেন তিনি।

অভিনেতার এক ফ্যান পেজের মাধ্যমে আনসারির সঙ্গে শাহরুখের সাক্ষাতের ছবি পোস্ট করা হয়।

অভিনেতার ভক্তের সঙ্গে করমর্দনের একটি ছবি পোস্ট করে ওই ফ্যান পেজ লিখেছে, ‘অবশেষে কিং খান সেই ফ্যানের সঙ্গে দেখা করেছেন, যিনি ঝাড়খণ্ড থেকে এসেছিলেন এবং তার সঙ্গে দেখা করার জন্য মান্নতের বাইরে ৯৫ দিনেরও বেশি সময় ধরে অপেক্ষা করছিলেন! সত্যি যদি কোনো জিনিসকে তুমি মন থেকে চাও, তাহলে গোটা বিশ্ব তোমার স্বপ্নপূরণ করতে তৈরি থাকে… অবশেষে কিং খান ওর স্বপ্নপূরণ করলেন।’

 

ছবিতে শাহরুখকে দেখ গেল ধূসর রঙের টি-শার্ট, সানগ্লাস আর বেণিতে। শেখ আনসারি তখন বাকরুদ্ধ, যার অভিব্যক্তিতেই তা স্পষ্ট। এটা নিঃসন্দেহে তার জীবনের সেরা প্রাপ্তি।

ভক্তটি জানিয়েছিলেন, গাড়ি করে মুম্বাই এসেছেন তিনি।

ওই গাড়িতেই রাত্রিযাপন চলে। হোটেল থেকে খাবার কিনে খান। শাহরুখের সব ছবি একাধিকবার দেখেছেন তিনি। তবে পাঠান বা জওয়ান নয়, নব্বইয়ের দশকে মুক্তি পাওয়া শাহরুখের ছবিরই ভক্ত তিনি। ডিডিএলজে, করণ-অর্জুন, কোয়েলা, কুছ কুছ হোতা হ্যায়ের নেশায় আজও বুঁদ আনসারি।

 

জানা গেছে, ঝাড়খণ্ডে তার একটি কম্পিউটার সেন্টার রয়েছে। সেটি তালা লাগিয়ে মুম্বাইয়ে যান ওই ভক্ত। ওই ফ্যান। ৯৫ দিন ধরে রোজগার বন্ধ, সেই নিয়ে আফসোস নেই ভক্তের। শাহরুখকে একবার ছুঁয়ে দেখাই তার স্বপ্ন। অবশেষে তার স্বপ্ন সত্যি করলেন বাদশাহ।

উল্লেখ্য, খুব তাড়াতাড়ি শাহরুখ খানকে সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে দেখা যাবে। ছবিটি সম্পর্কে খুব বেশি কিছু জানা না গেলেও তার মেয়ে সুহানা খানকে এই ছবিতে দেখা যাবে। গত বছর জোয়া আখতারের নেটফ্লিক্স ছবি ‘দ্য আর্চিস’ দিয়ে ডেবিউ করেন তিনি। ছবিতে আরো অভিনয় করবেন অভিষেক বচ্চন ও অভয় ভার্মা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন