সবার উচ্ছ্বাসের বিপরীতে সোশ্যাল মিডিয়ায় ঐশী জানালেন প্রতিক্রিয়া

gbn

আটক হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস। রাজধানীর উত্তরা পূর্ব থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আগামী ৬ নভেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

কৌশিক হোসেন তাপসের গ্রেপ্তারের খবরে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

তার আটকের খবরে অনেকেই খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এই বিষয়টি মানতে পারছেন না সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশী। তাপস আয়োজিত বেশির ভাগ কনসার্টে গেয়েছেন এই শিল্পী। তাই অনেকের ধারণা তাপসের খুব কাছের তিনি।

এ কারণেই সবার উচ্ছ্বাসের বিপরীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ঐশী জানালেন প্রতিক্রিয়া।

 

সোমবার (৪ নভেম্বর) নিজের ফেসবুকে ঐশী লেখেন, ‘ছোট জীবনে কত কিছু দেখলাম। অন্যায় করে দিনের পর দিন রাজার হালে পার করতে দেখলাম আবার নিরপরাধে কারাগারে যেতেও দেখলাম। আমি তাপস ভাইয়াকে চিনি ঠিক দশ বছর।

এই দশ বছরে আমি তাকে শুধু গান নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে দেখেছি। নিজে একা না দেখে মিউজিক ইন্ডাস্ট্রিকে স্বপ্ন দেখতে শিখিয়েছেনও। সম্পূর্ণ নিজ উদ্যোগে সংগীতাঙ্গন বদলানোর ইচ্ছা পোষণ করার মতো পাগলামি কেউ করে? এটাই উনার ভুল ছিল। উনি তো রাজনৈতিক কেউ ছিলেন না।’

 

এরপর গায়িকা লেখেন, ‘ভাই, আপনারা সুযোগ পাইলে তালি দিয়ে না, নাইচা নাইচা গান শুনাইতেন।

হাহা! সাংস্কৃতিক লোককে রাজনৈতিক বানায় দিলেন প্রতিহিংসার জেরে। মিউজিক নিয়ে এত অ্যাগ্রেসিভ কাউকে আমি দেখিনি। বরং মিউজিকের নামে আকামকুকাম করতে অনেককেই দেখলাম। সেই আকাম করা মানুষগুলাকে আবার বড় গলায় কথাও বলতে দেখি।’

 

এরপর লেখেন, ‘সত্যকে জেতাতে চাইলে সঠিক তথ্য বের করে উপস্থাপন করেন মানুষের সামনে, যদি সাহস থাকে। সব রহস্য উন্মোচন করে দেন। সবাই জানুক সত্যটা কী! ভিত্তিহীন মজা তো বহুত নিলেন। আল্লাহর ওয়াস্তে এবার সত্যকে জেতার সুযোগ করে দেন! নাহলে বৈষম্যই তো হইলো। লাভটা কী হইলো তাহলে?’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন