পূজা করতে এসে হঠাৎ মেজাজ হারালেন কাজল

gbn

বলিউডের গুণী অভিনেত্রী কাজল। শাহরুখের সঙ্গে যার জুটি পছন্দ করেছেন অসংখ্য ভক্ত।এবারে দুর্গাপূজা পালন করছেন বেশ ঘটা করেইা। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসব পালন হচ্ছে মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে।

যেখানে কখনো অতিথি আপ্যায়ন করতে, আবার কখনো ভোগ পরিবেশন করতে দেখা যাচ্ছে কাজলকে। অভিনেত্রী বরাবরই মেজাজী হিসেবেই পরিচিত।

 

এ বছরের দুর্গাপূজাতেও নানা মেজাজে ধরা দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট, দায়িত্ব সহকারে পূজার কাজ সামলাচ্ছেন তিনি।

তবে এর মধ্যেও মেজাজ হারালেন তিনি। পূজামণ্ডপে জুতা পরে আসতে দেখে পাপারাজ্জিদের ওপর চটে গেলেন তিনি।

 

ভিডিওতে দেখা গেছে, পূজায় ব্যস্ত কাজল। হঠাৎই তিনি মেজাজ হারান, চিৎকার করে ওঠেন।

পাপারাজ্জিদের দিকে ভ্রু কুঁচকে বলেন, ‘যান। এখনই জুতা খুলে আসুন।’ সঙ্গে মাইক হাতে নিয়ে নেন এবং বলেন, ‘জুতাগুলো সব বাইরে রেখে আসুন। এখানে পূজা হচ্ছে। প্রত্যেকে দয়া করে শ্রদ্ধাটুকু বজায় রাখুন।

 

এ সময় কাজলের পাশে দাঁড়িয়ে ছিলেন তার বোন তানিশা মুখার্জি এবং আলিয়া ভাট। ক্ষুব্ধ কাজলকে চেঁচাতে দেখে তারাও যেন কিছুটা ঘাবড়ে যান।

এদিকে এই ভিডিও ভাইরাল হতেই নেটাগরিকেরা বলেন, ‘ঠিক করেছেন অভিনেত্রী। মন্দিরে কোনোভাবেই জুতা পরে আসা মেনে নেওয়া যায় না।’ তবে অনেকে আবার রসিকতাও করেছেন কাজলের এই রূপ দেখে। তাদের দাবি, বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের ছাপ দেখা যাচ্ছে কাজলের আচরণে।

জয়া বচ্চনকে প্রায়ই পাপারাজ্জিদের ওপর রেগে যেতে দেখা যায়। কাজলকে দেখে নাকি তার কথাই মনে পড়ছে অনেকের। ঘটনাচক্রে দুজনেরই শরীরে বইছে বাঙালি রক্ত।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন