মৌলভীবাজারের বড়লেখায় বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৪

gbn

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় পৃথক মামলায় বাবা-ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযানে চালিয়ে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সাতকরাকান্দি গ্রামের আব্দুল লতিফ ও তার ছেলে আব্দুর রহমান এবং তায়েফ আহমদ ও সৎপুর গ্রামের শরফ উদ্দিনের ছেলে মোহাম্মদ লিটন।

 

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বড়লেখা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলায় (নং ১৬৪/২৪) পরোয়ানাভুক্ত আসামি আব্দুল লতিফ ও তার ছেলে আব্দুর রহমান ও তায়েফ আহমদকে এবং সিআর মামলায় (নং-৩৩৫/২৪) পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ লিটনকে গ্রেপ্তার করা হয়। 

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শুক্রবার বিকেলে পৃথক মামলায় বাবা-ছেলেসহ চারজনকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন