ব্যালন ডি অরের তালিকায় নাম না থাকায় হতাশ রদ্রিগো

মাঠের পারফরম্যান্সের ব্যালন ডি অরের ৩০ জনের তালিকায় আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। গত বুধবারের প্রকাশিত তালিকায় সর্বোচ্চ সাতজন রিয়ালের সুযোগ পেয়েছেন। তবে সেই তালিকায় নাম নেই রদ্রিগোর।

রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ, লা লিগার সঙ্গে স্প্যানিশ সুপার কাপ জেতাতে অবদান রেখেও জায়গা হয়নি রদ্রিগোর।

সর্বশেষ মৌসুমে ১৭ গোলের বিপরীতে ৯ অ্যাসিস্টও করেছেন তিনি। ৩০ জনের তালিকায় নিজের নাম না থাকায় তাই হতাশ হয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড। তালিকায় জায়গা পাওয়া তার প্রাপ্য ছিল বলে জানিয়েছেন তিনি।

 

ইএসপিএনকে রদ্রিগো বলেছেন, ‘আমি হতাশ।

আমি মনে করি, এটা (নাম থাকা) আমার প্রাপ্য ছিল। তালিকায় যারা আছে তাদের ছোট করছি না। তবে ৩০ জনের লিস্টে আমার জায়গা হতে পারত। এটা আমার জন্য বিস্ময়কর ছিল... কিন্তু আমার কিছু করার নেই।

কারণ সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ না।’

 

আগামী ২৮ অক্টোবর ব্যালন ডি অর জয়ীর নাম জানা যাবে। রিয়ালের হয়ে জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস (অবসর নিয়েছেন), অ্যান্তোনিও রুডিগার, দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপ্পে (এ মৌসুমে পিএসজি থেকে রিয়ালে এসেছেন)। অন্যদিকে ২১ বছর পর এবারই প্রথম লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কেউই জায়গা পাননি ৩০ সদস্যের  তালিকায়।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন