মুম্বাইয়ে বসবে সোনাক্ষীর বিয়ের আসর

gbn

বাবা শত্রুঘ্ন সিনহার তারকাখ্যাতির জোড়ে বলিউডে প্রবেশ করলেও নিজের অভিনয়শৈলী দিয়ে নিজের জায়গা বেশ পাকাপোক্ত করে নিয়েছেন সোনাক্ষী সিনহা। সদ্যই মুক্তি পেয়েছে সোনাক্ষী অভিনীত সিরিজ ‘হীরামান্ডি।’ সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিরিজটিতে সোনাক্ষীর অভিনয় বেশ প্রশংসাও পাচ্ছে। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সোনাক্ষী।

দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

 

ভারতীয় গণমাধ্যম সূত্র অনুসারে, ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। বিয়ের পাঁচদিন আগে অর্থাৎ ১৯ জুন হবে জাহির-সোনাক্ষীর সংগীতানুষ্ঠান। আর ২৩ জুন সকালে বিয়ে।

প্রথমে রেজিষ্ট্রেশন করে বিয়ে সম্পন্ন হবে এই জুটির। তারপর সন্ধ্যায় হবে গ্র্যান্ড রিসেপশন পার্টি।

 

সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং মুম্বইয়ে বিয়ের আসর বসবে এই জুটির। বিয়ের পরিকল্পনা নাকি অনেকদিন আগেই করা হয়েছিল।

কিন্তু, লোকসভা ভোটের জন্যই তা স্থগিত ছিল। তৃণমূলের টিকিটে এবারও ভোটে জিতেছেন সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন সিনহা। তাই বিয়ের অনুষ্ঠান আরও জমজমাট হবে বলেই ধারনা করা হচ্ছে।

 

1

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল 

নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে, তারকাখচিত গ্র্যান্ড ওয়েডিং পার্টির সাক্ষী থাকবে মুম্বাই। সোনাক্ষী-জাহিরের বিয়েতে নিমন্ত্রিত অতিথির তালিকায় থাকবেন বলিউডের অনেক তারকা।

এছাড়াও সঞ্জয় লীলা বানশালি থেকে ফারদিন খান, তাহা শাহ বাদুশা, অদিতি রাও হায়দারি, শারমিন শেগল মেহতারা বিয়েতে উপস্থিত থাকবেন যারা সোনাক্ষীর সঙ্গে সর্বশেষ সিরিজ হীরামান্ডি’তে কাজ করেছে।

 

২ বছর ধরে সম্পর্কে রয়েছে সোনাক্ষী ও জাহির ইকবাল। জাহির ইকবার বয়সে সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। উইকি বলছে সোনাক্ষীর বয় ৩৭, আর জাহিরের ৩৫। যদিও তাদের সম্পর্কে কথা খুব বেশিদিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী ও জাহির। বলিউডের বহু অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাতে হাত ধরে সিনেমা দেখতে গিয়েছেন, কখনও বা ডিনার ডেটে। সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। সোনাক্ষী-জাহিরের প্রেম গণমাধ্যমেও উঠে এসেছে বহুবার। যদিও শত্রুঘ্ন কন্যা প্রেমের বিষয়ে মুখ খোলেননি।

গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, সোনাক্ষী ও জাহিরের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। দুই পরিবারই তাদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন