লেবাননের বিপক্ষে ৪-০ গোলের হতাশার এক হার বাংলাদেশের

লক্ষ্য ছিল বিশ্বকাপ বাছাইপর্বটা ইতিবাচকভাবে শেষ করার। কিন্তু হয়েছে উল্টো। কাতারে লেবাননের বিপক্ষে ৪-০ গোলের হতাশার এক হার সঙ্গী হয়েছে হাভিয়ের কাবরেরার দলের।

বিশ্বকাপ বাছাইয়ের ৬ ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের প্রাপ্তি তাই সামান্যই।

ঘরের মাঠে লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ে পাওয়া একমাত্র পয়েন্ট। ৬ ম্যাচে সেটি একমাত্র গোলও বাংলাদেশের। লেবাননের বিপক্ষে অ্যাওয়েতেও তাই ভাল করার আÍবিশ্বাস ছিল কাবরেরার। কিন্তু শুরুর কৌশলেই তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন সেন্টারব্যাক নিয়ে মোটামুটি সফল ছিলেন। কিন্তু লেবানিজদের বিপক্ষে তিনি আরও আক্রমনাÍক হবে ভাবা হয়েছিল। কিন্তু সেখানেও তিনি পাঁচ ব্যাকলাইনেই শুরু করান। অবাক করা ছিল তাতে বিশ্বনাথ ঘোষের জায়গা না হওয়া, বদলে তরুণ শাকিল হোসেনকে ফেরান।

সেই শাকিলই ম্যাচের মাত্র ৪ মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের উস্কানিতে বক্সের ভেতর ফাউল করে বসে পেনাল্টি দেন। তা থেকে হাসান মাতুকের গোল। আন্তর্জাতিক ফুটবলকে এ ম্যাচে বিদায় বলা মাতুক পরে হ্যাটট্রিক করেছেন। 

 

বিরতির পর শাকিলকে উঠিয়ে ও মাঝমাঠে মজিবুর রহমানকে নামিয়ে কাবরেরা ৪-৪-২ এ ফিরেছেন। কিন্তু সেই বদলেও যেন আবার মানিয়ে নিতে ভুল করলেন ফুটবলটা।

পরের তিনটা গোলেও যে ডিফেন্স ছিল নড়বড়ে। প্রথমার্ধের শেষ দিকে ২-০ করেন নাদের মাতার। তপু বর্মনের প্রহরার মধ্যে থেকেও টার্ন নিয়ে জালে বল জড়িয়েছেন তিনি। বিরতির করিম দারউইশের ক্রসে মাাতুকের দ্বিতীয় গোল। দারইশ ডান দিক দিয়ে বল নিয়ে ঢুকলে তিন ডিফেন্ডার একসঙ্গে সেদিকে মনোযোগী হয়ে পড়লে অনেকটা আনমার্কড থেকে বল জালে পাঠিয়েছেন মাতুক। ৫৯ মিনিটে প্রতিআক্রমণে বল পেয়ে দারুণ গতিতে বাংলাদেশের ডিফেন্সলাইনকে পেছনে কোণাকুণি শটে সেই মাতুকই করেছেন চতুর্থ গোলটি।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন