নায়িকা থেকে গায়িকা স্বস্তিকা

gbn

সিনেমার নায়িকা গায়িকাও হয়েছেন। পেয়েছেন দর্শক-শ্রোতাদের প্রশংসাও। শুধু ঢালিউডে নয়, টালিউডেও এমন উদাহরণ রয়েছে। এবার টালিউডের গানের দুনিয়ায় যুক্ত হলো স্বস্তিকা মুখার্জীর নাম।

কোন সিনেমায় স্বস্তিকা গাইছেন- এ খবর ভক্তরা জানতে চাইছেন। জানা গেছে, পরিচালক অরিন্দম ভট্টাচার্যের আগামী সিনেমা ‘দুর্গাপুর জংশন’-এ তিনি হবেন নেপথ্য গায়িকা।

 

চলতি মাসের শেষে সম্ভবত তিনি গান রেকর্ড করবেন। সিনেমায় তাকে জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’ গাইতে শোনা যাবে। চিত্রনাট্য অনুযায়ী নায়িকার জীবনে নানা ধূসর স্তর। রয়েছে অনেক অন্ধকার অতীত। এক রাতের ঘটনা তাকে সেই অতীতের মুখোমুখি দাঁড় করাবে।

নায়িকার জীবনে ‘ফিরে দেখা’র একটি দৃশ্যে শোনা যাবে গানটি। সিনেমাতে কোনো দিন গান না গাইলেও স্বস্তিকা রবীন্দ্রসংগীত ভালো গান।

 

এর আগে বাবা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে একাধিক রবীন্দ্রসংগীত গেয়েছেন তিনি। সে সবের অ্যালবামও রয়েছে। এ সিনেমাতে পরিচালক তাকে এমন সুযোগ দিতেই তিনি খুশি মনে রাজি হয়ে গিয়েছেন।

একই দিনে তার সঙ্গে সিনেমার গান রেকর্ড করবেন ইমন চক্রবর্তী। সিনেমায় স্বস্তিকাকে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে।

অরিন্দম এ সিনেমার আগে ‘শিবপুর’ নামের একটি চলচ্চিত্র পরিচালনা করেন। সত্তর-আশির দশকের উত্তাল রাজনীতি, ভারতের হাওড়ায় অন্ধকার দুনিয়ার রাজপাট সিনেমায় উঠে এসেছে। সত্যি ঘটনার উপরে তৈরি অ্যাকশন-থ্রিলার ঘরানার সেই সিনেমাটি জনপ্রিয় হওয়ার পরে অরিন্দম আবারও একই পথে হেঁটেছেন।

 

এবার তিনি দুর্গাপুরের অন্ধকার অতীত প্রকাশ্যে আনতে যাচ্চেন। এ সিনেমায় একঝাঁক তারকা অভিনেতা রয়েছেন। স্বস্তিকার বিপরীতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। তিনি পর্দায় দাপুটে পুলিশ অফিসার চরিত্রে রূপদান করবেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন