মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগর মহাবিদ্যালয়ের ১২০ ছাত্রীর মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ

জিবি নিউজ 24 ডেস্ক //
কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগর মহাবিদ্যালয়ের ১২০ ছাত্রীর মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার বিকেল ৩টায় উপজেলার হিলিপ এলজিইআরডি’র সহায়তায় ওই মহাবিদ্যালয়ের সভাকক্ষে ‘ঢাকার ধানমন্ডির ইনার হুইল ক্লাব’ নামের একটি সংগঠন এ ন্যাপকিন বিতরণ করে।
আদর্শনগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জীবন কৃষ্ণ সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো নূরুজ্জামানের সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মাহমুদ আকন্দ।
অন্যদের মধ্যে ছাত্রীদের সঙ্গে মা ও শিশু স্বাস্থ্য, বয়ঃসন্ধিকাল, ন্যাপকিনের ব্যবহারসহ নারীদের নানা সমস্যা নিয়ে আলোচনা করেন, ‘ইনার হুইল ক্লাব’র ফার্স্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান নায়ার ইসলাম, সহ-সভাপতি ড. রোকেয়া আক্তার হিমি, সম্পাদক শামীম খন্দকার, ট্রেজারার রেজিয়া রহমান প্রমুখ।
সভা শেষে ক্লাবের নেত্রীরা উপজেলার সুয়াইর ইউনিয়নের বরাম গ্রামে হিলিপের বাটিক শিল্প, নার্সারি ও ভেড়া পালন প্রকল্প পরিদর্শন করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম, হিলিপের উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর ওমর ফারুক, প্রেস ক্লাব সভাপতি এস এম সারোয়ার খোকন, হাওরাঞ্চল প্রতিনিধি হাফিজুর রহমান চয়ন উপস্থিত ছিলেন।