ফকিরহাটের লখপুরে ৩০লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৩০লক্ষ শহীদদের স্বরণে ৩০লক্ষ বৃক্ষরোপনকর্মসূচির উদ্ভোধন গতকাল রবিবার সকালে লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েটগার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিলাত এর
সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা খামার বাড়ীর ডি.এ.ই. আব্দুস সালাম,খুলনার অতিরিক্ত পরিচালক নিত্য রঞ্জন বিশ্বাস। উপ-সহকারী কৃষি অফিসার বিপ্লব কুমার দাশ ওঅভিজিৎ গাইন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাটের উপ-পরিচালককৃষিবিদ মোঃ আফতাব উদ্দিন, কৃষি স¤প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত, লখপুর গ্র“পেরম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, উপজেলা আঃলীগের সাংগঠনিকসম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, দুযোর্গ বিষয়ক সম্পাদক তপন দেবনাথ ভজন, যুবলীগ নেতা জাহিদইকবাল, ছাত্রলীগ নেতা জয়ান্ত দাশ, কৃষকলীগ নেতা পারভেজ আজাদ ও ইউপি সচিব মোঃ
মোয়াজ্জেম হুসাইন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এর আগে অতিথিবৃন্দরা লখপুর ও খাজুরার বেশ কয়েকটি ব্লক পরিদর্শন করে সন্তোষ প্রখকাশ করেন। । ####