মাদারীপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। নগদ পাঁচ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতরা।
রোববার (১২ মে) দিনগত রাতে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে।
পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দারের বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মুখোশধারী ডাকাতদল। ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করেন তারা। একপর্যায়ে সবার হাত-পা বেঁধে ফেলেন। পরে আলমারি ও ড্রয়ার ভেঙে ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় পাঁচ লাখ টাকা, মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাতদল। পরে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
বিজ্ঞাপন
ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দার বলেন, ‘একসঙ্গে ১০-১৫ জন মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে। প্রথমে তারা আমার মেয়ের ঘরে যায়। সেখানে গিয়েই তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমাদেরও জিম্মি করে ফেলে। এসময় সবাইকে হাত-পা বেঁধে ফেলে। এরপর ৩০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।’
তিনি বলেন, ‘আমার সারাজীবনের সঞ্চয় নিয়ে গেছে ডাকাতদল। আমি এর বিচার চাই। আমার খোয়া যাওয়া সব সম্পদ ফেরত চাই।’
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন