দুবাইয়ে পুলিশ গ্লোবাল চেস চ্যালেঞ্জ মাস্টারস প্রতিযোগিতায় একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
প্রথম রাউন্ডে তিনি চমক দেখিয়েছিলেন চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে ড্র করে। দ্বিতীয় রাউন্ডে রুখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ডমাস্টার নিউম্যান হানস মোকে।
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের রেটিং ২৪৩৫। রুখে দেওয়া গ্র্যান্ডমাস্টারের রেটিং ২৬৮৮। একজন আন্তর্জাতিক মাস্টারের জন্য এই ড্র অবশ্যই কৃতিত্বের।
রোববার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় ফাহাদ রহমান কালো ঘুঁটি নিয়ে গিয়াকো-পিয়ানো গেম পদ্ধতির খেলায় নিউম্যান হানস মোকের সাথে ৫৬ চালে ড্র করেন। ফাহাদ উইনিং পজিশনে থেকে ড্র করেছেন।
তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান খেলবেন কাজাকস্তানের মহিলা আন্তর্জাতিকমাস্টার নুরমান আলুয়ার সাথে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন