চুপিসারে বিয়ে সেরে ফেললেন অদিতি-সিদ্ধার্থ

gbn

সদ্যই চুপিসারে বিয়ে করে বেশ চমকে দিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিউজ বোয়েকে বিয়ে করেন অভিনেত্রী। এবার তাপসীর দেখানো পথেই হাঁটলেন আরেক বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী।

 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বুধবারই (২৭ মার্চ) নাকি সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ।

প্রতিবেদন অনুসারে, তেলেঙ্গানার এক মন্দিরে বিয়ে সেরেছেন তারা। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে দুজনের একজনও মুখ খোলেননি এখনো। অনুরাগীরাও অপেক্ষায় নবদম্পতির ছবি দেখার।

তবে তাদের বিয়ের খবরে সামাজিক মাধ্যমে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। তারকা সহকর্মীরাও জানাচ্ছেন শুভেচ্ছা।

 

1

অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ

২০২১ সালের তামিল-তেলুগু দোভাষী ‘মহা সমুদ্রম’ সিনেমার সেটে সিদ্ধার্থ ও অদিতির প্রথম আলাপ। সিনেমার সেট থেকেই তাদের বন্ধুত্ব, তারপর প্রেম ।

এরপর তাঁদের একসঙ্গে একাধিক জায়গায় দেখতে পাওয়া যায়। বিভিন্ন সিনেমার ইভেন্টে একসঙ্গে যাওয়া থেকে একসঙ্গে ঘুরতে যাওয়া, এ সব কিছুই ইঙ্গিত দিচ্ছিল তাঁদের মধ্যে সম্পর্কের। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে করা মজার রিলও নজর এড়ায়নি কারো। 

 

সিদ্ধার্থ ও অদিতি দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। ২০০৩ সালে ছোটবেলার বান্ধবী মেঘনাকে বিয়ে করেছিলেন সিদ্ধার্থ।

দীর্ঘস্থায়ী হয়নি সেই বিয়ে । তিন বছরের মধ্যেই ভাঙে বিয়ে। ২০০৭ সালে আইনত বিবাহবিচ্ছেদ হয় সিদ্ধার্থের। অদিতির গল্পটাও প্রায় এক রকমের। মাত্র ২১ বছরেই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সত্যদীপ মিশ্রের সঙ্গে বিয়ে হয় অদিতির। তবে চার বছর পর বিয়ে ভাঙে নায়িকার। ২০১৩ সালে আলাদা হন দুজন। তার প্রায় ১১ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসলেন অদিতি।

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন