দক্ষিন সুরমা সমাজ কল্যান সমিতি ইউ কের উদ্যোগে ২৫ শে মার্চ ২০২৪ সোমবার এক ইফতার মাহফিলে ও আলোচনা সভা রেডব্রিজের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়। জনাব আক্তার হোসেনের পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্টিত সভায় সমিতির আহ্বায়ক জনাব আকিকুর রহমান আকিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফেরদৌস শেরদিল ও পারভেজ আহমদের যৌথ পরিচালনায় অন্যন্যদের বক্তব্য রাখেন সর্বজানাব মহিউদ্দিন আলমগীর , আকলাকাকুর রহমান লুকু , মো: মুজিব হোসেন , সাহান চৌধুরী , নজরুল ইসলাম , শাহ ইমরান হোসেন , কাউন্সিলার ফয়জুর রহমান , শনসের মিয়া , রুহুল চৌধুরী , বাবর আহমদ , দুলাল আহমদ ,আহমদ আলি ,সাহিন আহমদ ,আনসার মিয়া , আনোয়ার আলি ,মকসুদ আহমদ , শামীম আহমদ ,সাজ্জাদ মিয়া দিলওয়ার ,মোহাম্মদ নিজাম হোসেন ,আব্দুস সহিদ , খলজির হেসেন ,শাহাজান আহমদ ,রাহুল আহমদ জাহাঙ্গীর , মুরাদ আহমদ , জুম্মান আহমদ। ,সুমন। আহমদ প্রমুখ। সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশ ,ফিলিস্তিন গাজাসহ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন