Bangla Newspaper

বাইক দুর্ঘটনায় মারাত্মক আহত হলিউড স্টার জর্জ ক্লুনি

48

জিবি নিউজ 24 ডেস্ক//

সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে হলিউড স্টার জর্জ ক্লুনিকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইকে ছিলেন ক্লুনি। চলন্ত অবস্থায় এক গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার। পরে আহত অবস্থায় ইতালির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, টেলিভিশনের জন্য একটি অনুষ্ঠানের দৃশ্য ধারণের জন্য ইতালির সারদিনিয়া দ্বীপে অবস্থান করছিলেন জর্জ ক্লুনি। সেখানেই কাজের ফাঁকে বাইক নিয়ে বেরিয়ে পড়লে দুর্ঘটনার শিকার হন তিনি।

তবে ইতালির সরকারি কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ক্লুনি যে ধরনের আঘাত পেয়েছেন, তাতে শঙ্কার কিছু নেই। পরে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও বিবিসির কাছে খবর পৌঁছেছে।

ইতালির বার্তা সংস্থা আনসা এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সে করে ক্লুনিকে ওলিবার দ্বিতীয় জন পল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কাঁধে চোট লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Comments
Loading...