যখন প্রথম অফার আসে, নিজেই অবাক হয়েছিলাম : সারিকা

gbn

আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’-এ অভিনয় করে নতুনরূপে আবির্ভূত হয়েছেন আজমেরী হক বাঁধন। এই পরিচালকের নতুন ছবিতে অভিনয় করছেন সারিকা সাবরিন। এই ছবি ও নানা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন হৃদয় সাহা।

ঈদে মাত্র একটি নাটক

সাদের নাম ঠিক না হওয়া ছবিতে অভিনয়ের জন্য নাটক বা ওটিটির কোনো কনটেন্টে সেভাবে সময় দিতে পারছেন না সারিকা।

বলেন, ‘ঈদের মাত্র একটি নাটকে অভিনয় করেছি। চঞ্চল চৌধুরী দাদার সঙ্গে নাটকটি, পরিচালক সকাল আহমেদ।’ তারও আগে রায়হান রাফীর ওয়েব ছবি ‘মায়া’র শুটিং সম্পন্ন করেছেন। ঈদে আসছে না ছবিটি।

তবে সারিকা জানালেন, এ বছরই আসবে।

 

ঈদের ‘ইত্যাদি’ মানে সারিকা আছেন

হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ পর্বে  নিয়মিতভাবে দেখা যায় সারিকাকে। এবারও আছেন। সারিকা বললেন, “আমার ক্যারিয়ারের শুরু থেকেই ঈদের ‘ইত্যাদি’তে অভিনয় করে যাচ্ছি।

এটা আমার জন্য বড় পাওয়া। এবার ইন্তেখাব দিনার ভাইয়ের সঙ্গে একটি নাটিকায় অংশ নিয়েছি। খুব ভালো লেগেছে। আজকেও সংকেতদার নির্দেশনায় মীর সাব্বির ভাইয়ের সঙ্গে করলাম ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’-এর শুটিং।”

 

ভালো লাগে আমার আমি

অপি করিম, নওশীন, মুনমুনের পর কয়েক বছর ধরে বাংলাভিশনের জনপ্রিয় এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন সারিকা।

মডেল-অভিনেত্রী পরিচয়ের পর নামের সঙ্গে এখন উপস্থাপিকাও যুক্ত হয়েছে। সারিকা বলেন, “আমার কাছে যখন প্রথম অফার আসে, নিজেই অবাক হয়েছিলাম। কারণ আমি তো উপস্থাপনা কখনোই করিনি। পরে প্রযোজকের পরামর্শে শুরু করি। ‘আমার আমি’ উপস্থাপনা করতে ভালো লাগে। দেশের তারকাশিল্পীরা আসেন অতিথি হয়ে, তাঁদের কাছ থেকে বিচিত্র মজার অভিজ্ঞতা শুনি, তাঁরাও আপন করে নেন।”

 

এক লাইনের ‘সত্য’ 

আবদুল্লাহ মোহাম্মদ সাদের ছবিটি ওয়েবের জন্য। শোনা যাচ্ছে, শুধু সারিকাই নন, এতে আছেন নাজিফা তুষি ও সাইমন সাদিক। এরই মধ্যে নাকি শুটিংও হয়ে গেছে। সারিকাও বিস্তারিত বললেন না, শুধু বললেন, ‘আমি করছি, এটা সত্য। এর বাইরে আর কিছুই বলতে পারব না, মানা আছে। ঘোষণা আসুক, তখন বিস্তারিত বলব।’

জিবিডেস্ক //

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন