সাতক্ষীরার তালায় বালুর পরিবর্তে কাদা মিশ্রিত মাটি দিয়ে রাস্তার তৈরি করায় কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা

gbn

সাতক্ষীরার তালায় বালুর পরিবর্তে কাদা মিশ্রিত মাটি দিয়ে রাস্তার তৈরি করায় কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা

 রিপোর্টার,সাতক্ষীরা  

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী বিলপাড়া এলাকার হেরিং বোন বল্ড পদ্ধতিতে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যয়ের ৫০০ মিটার রাস্তার কাজে বালি ফিলিং এর নামে মাটি ব্যবহার করার অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয়রা কাদা মিশ্রিত মাটি দিয়ে রাস্তার তৈরি করায় কাজ বন্ধ করে দিয়েছে।

 গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) প্রকল্প কাজটি করছেন সাতক্ষীরার মেসার্স নয়ন ট্রেডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ রাতের আধারে বালুর পরিবর্তে কাদা মিশ্রিত মাটি দিয়ে রাস্তা ভরাট করে উপরে সামান্য বালু ছড়িয়েছে।

স্থানীয় বাসিন্দা হাসেম মোল্লা জানান, রাত ১১ টার পরে আমাদের এই রাস্তায় বালি পরিবর্তে কাদা মিশ্রিত মাটি দিয়ে রাস্তা ভরাট করে উপরে সামান্য বালি ছড়িয়ে এই রাস্তা তৈরী করলে তা টিকবে না। সখিনা বেগম জানান, আমরা মহিলা মানুষ আমরা বললে ঠিকাদারের লোকজন আমাদের কথা শুনেনা। কাদা মিশ্রিত মাটি দিয়ে রাস্তার তৈরি করায় কাজ বন্ধ করে দিয়েছে।

রহমত মোল্লা জানান, আমরা স্থানীয় চেয়ারম্যানকে জানিয়েছি সে এসে কাজের মান খারাপ দেখে কাজটি বন্ধ করে দিয়েছে। এছাড়া যেই ইট আনা হয়েছে তা নিম্ন মানের ইট। রাস্তার কাজে যদি এই নিম্ন মানের ইট পাতানো হয়, তাহলে রাস্তাটি বেশিদিন টিকবে না, আবার আমাদের দুর্ভোগ পোহাতে হবে।

এবিষয়ে মেসার্স নয়ন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী  মোঃ মনিরুল ইসলাম জানান, নতুন করে আবার বালি দিয়ে রাস্তা ফিলিং করে কাজ করা হবে।

তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরজমিনে পরিদর্শন করে মাটি মিশ্রিত মাটির তৈরি ফিলিং ও ইটের মান খারাপ দেখে কাজটি বন্ধ করে দিয়েছি। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি যাতে নতুন করে বালি ফেলে ও ভালো মানের ইট দিয়ে রাস্তাটি তৈরি করা হয়।

তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ায়দুল হক জানান, রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না, সঠিকভাবে বালি ফিলিং করে ও ভালো মানের ইট দিয়ে রাস্তা তৈরি করতে হবে।##

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন