বাগদাদে এশিয়া কাপ আর্চারির স্টেজ ওয়ানে কম্পাউন্ড মিশ্রতে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তপু রায় ও মেঘলা রানী। ব্রোঞ্জের লড়াইয়ে ১৪৮-১৪৫ পয়েন্টে হারিয়েছে তারা দুই স্বাগতিক আর্চারকে। ২০২২- এ শারজায় এশিয়া কাপের স্টেজ ওয়ানেই কম্পাউন্ডে সর্বশেষ পদক জিতেছিল বাংলাদেশ।
কম্পাউন্ডে তপু-মেঘলা দুজনই নতুন আর্চার।
ব্যক্তিগত ইভেন্টে বেশি দূর যেতে না পারলেও মিশ্রর কোয়ার্টার ফাইনালে কুয়েতের জুটিকে হারিয়ে তাঁরা সেমিফাইনালে উঠেছিলেন। তবে সেখানে হেরে যেতে হয় ভারতীয় জুটির কাছে। তবে শেষ পর্যন্ত খালি হাতে ফিরছেন না তাঁরা।
বাগদাদে আসরের শেষ দিনে আগামীকাল দুটি ইভেন্টে সোনার লড়াইয়ে বাংলাদেশ।
রিকার্ভে ছেলেদের দলগত ও মিশ্র সেই দুই লড়াইয়েই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ছেলেদের ইভেন্টে খেলবেন হাকিম আহমেদ, সাগর ইসলাম ও আব্দুর রহমান। হাকিম-দিয়া সিদ্দিকী লড়বেন মিশ্রতে। হাকিম এককেও ব্রোঞ্জের লড়াইয়ে আছেন।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন