Bangla Newspaper

অশ্লীল গানে রেগে গেলেন ঐশ্বযর্

145

শুটিং না করেই রেগে চলে গেলেন বলিউড সুন্দরী ঐশ্বযর্ রাই বচ্চন। নতুন ছবি ‘ফ্যানি খান’ ছবির একটি গানের কথায় অশ্লীল শব্দ থাকায় ক্ষেপে গেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, ‘ফ্যানি খান’ ছবির একটি গানের দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। শুটিংয়ের পুরো প্রস্তুতি নেয়া হয়। কিন্তু গানের কথা শুনে ঐশ্বযর্ রেগে যান। কারণ, গানের কথাগুলো ছিল খুবই অশ্লীল। তিনি এমন কথার গানের সঙ্গে শুট করবেন না বলে বেরিয়ে যান। অবস্থা বেগতিক দেখে ছবির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করে নেন। তৈরি করা হলো নতুন আরেকটি গান। সেটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত ত্রিবেদী। শিগগিরই গানটির শুটিং হবে। মিউজিক্যাল ড্রামাভিত্তিক এই ছবির পরিচালক অতুল মাঞ্জরেকার। ছবির নাম ‘ফ্যানি খান’। গত মঙ্গলবার বেরিয়েছে এর টিজার। সেটি বেশ আলোচিত হয়েছে। ১৭ বছর পর এই ছবিতে ঐশ্বযর্ রাই বচ্চন আর অনিল কাপুরকে আবার একসঙ্গে দেখা যাবে। সিনেমাটির সাফল্য নিয়ে দুজনই বেশ আশাবাদী। আর সব কিছু ঠিক থাকলে আগামী ৩ আগস্ট মুক্তি পাবে ‘ফ্যানি খান’ ছবিটি। এই ছবিতে অনিল কাপুর, ঐশ্বযর্ ছাড়া আরও আছেন রাজকুমার রাও।

Comments
Loading...