পয়েন্ট টেবিলের তলানির দুই দলের লড়াইয়ে জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। অষ্টম ম্যাচে এটি দ্বিতীয় জয় গতবারের ফাইনালিস্টদের। সিলেটের কাছে ৫ উইকেটে হেরে তলানিতেই পড়ে রইল দুর্দান্ত ঢাকা। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে চমক দেখিয়ে বিপিএলের দশম মৌসুম শুরু করা ঢাকা এরপর আর কোনো ম্যাচই জিততে পারেনি।
গতকাল সিলেটের কাছে হেরে টানা ষষ্ঠ হারের স্বাদ পেল দলটি।
নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন চোটে পড়ায় এ ম্যাচে ঢাকার নেতৃত্ব দেন তাসকিন আহমেদ। টস হেরে ব্যাট করতে নেমে দলটি ভালো শুরুর পরেও নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দলীয় সংগ্রহ বড় করতে পারেনি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ১২৪ রান।
ইনিংস সর্বোচ্চ (৩২ বলে ৪১) রান করেন সাইফ হাসান।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি সিলেটের। তবে নাজমুল হোসেন (২৫ বলে ৩৩) গতকাল রান পেয়েছেন। তবু শরিফুল ইসলামের (২৭ রানে ৩ উইকেট) বোলিং তোপে ৭৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট।
ষষ্ঠ উইকেটে সেই চাপ সরিয়ে ৫৫ রানের অবিচ্ছেদ্য জুটিতে দলকে জেতান রায়ান বার্ল (৩১ বলে ২৯) ও বেনি হাওয়েল (২৬ বলে ৩০)।
জিবিডেস্ক //
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন