রাফাহ শহরে স্কুলে হামলা, শিশু নিহত

দক্ষিণ গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত হয়েছে। দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে দুই শিশু নিহত হয়েছে। রাফাহ শহরের পূর্বাঞ্চলে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। ভয়াবহভাবে মানুষে ঠাসা শহরটিতে স্থল অভিযানের পরিকল্পনা করছে বলে জানিয়েছে ইসরায়েল।

এদিকে খান ইউনিসেও ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত থাকার খবর মিলেছে। ইউরোপিয়ান হাসপাতালের আশপাশেও হামলার খবর পাওয়া গেছে।

 

এদিকে খান ইউনিস ও রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলার মধ্যে হুতিদের প্রতিনিধি মোহাম্মদ আল-বুখাইতি বলেছেন, ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ না করা পর্যন্ত লোহিত সাগরে তাদের হামলা অব্যাহত থাকবে। এদিকে প্রায় চার মাসের যুদ্ধে ফিলিস্তিনি বাস্তুচ্যুত মানুষ চরম মানবিক বিপর্যয়ে পড়েছে।

 

ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা জানায়, অবিরাম বোমাবর্ষণের মধ্যে গাজায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের সংকট দেখা দিয়েছে। গত বছরের ৭ অক্টোবর তেল আবিবের অভ্যন্তরে হামাসের হামলার জবাবে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৭ হাজার ৩৬৫ জন নিহত এবং ৬৬ হাজার ৬৩০ জন আহত হয়েছে। এ ছাড়া ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের এক হাজার ১৩৯ জন নিহত হয়।

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন