ফিনল্যান্ডে রাশিয়ার শরণার্থী : পদক্ষেপ নিচ্ছে ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স বৃহস্পতিবার জানিয়েছে, তারা ফিনল্যান্ডে ৫০ জন কর্মী মোতায়েন করবে। রাশিয়ার সঙ্গে দেশটির পূর্ব সীমান্তে শরণার্থীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ পদক্ষেপ নিচ্ছে ইইউর সংস্থাটি।

সীমান্তরক্ষী ও অন্যান্য কর্মী ছাড়াও ‘ফিনল্যান্ডের সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রমকে শক্তিশালী করতে’ টহল গাড়ির মতো সরঞ্জাম পাঠানোর কথাও জানিয়েছে ফ্রন্টেক্স। তারা একটি বিবৃতিতে বলেছে, ‘পরের সপ্তাহের মধ্যেই’ শক্তিবৃদ্ধি করতে এদের মোতায়েন করা হবে বলে আশা করা হচ্ছে।

 

এর আগে ফিনল্যান্ড বুধবার বলেছে, তারা অনথিভুক্ত শরণার্থীদের আগমনের সম্মুখীন হওয়ার রাশিয়ার সঙ্গে তাদের উত্তরতম সীমান্ত ক্রসিং ব্যতীত সব ক্রসিং বন্ধ করে দেবে।

 

হেলসিঙ্কি এর আগে মস্কোকে দায়ী করে বলেছিল, ফিনিশ প্রধানমন্ত্রী পেটেরি অর্পো তার দেশে শরণার্থীদের প্রবেশের সুবিধার্থে ‘একটি পদ্ধতিগত ও সংগঠিত পদক্ষেপের’ জন্য রাশিয়ান কর্তৃপক্ষকে অভিযুক্ত করেছেন।

রাশিয়ার নাম না নিয়ে ফ্রন্টেক্সের প্রধান হ্যান্স লেইজটেন একটি বিবৃতিতে বলেছেন, সংস্থাটি ফিনল্যান্ডে সমর্থন জোরদার করছে। কারণ তারা ‘হাইব্রিড চ্যালেঞ্জ’ মোকাবেলা করছে।

 

লেইজটেন আরো বলেছেন, এই সহযোগিতা ইঙ্গিত দেয়, জটিল সীমান্ত সমস্যার সম্মুখীন হলে ইউরোপ ঐক্যবদ্ধ থাকে, বাস্তব পদক্ষেপের মাধ্যমে সমর্থন প্রদান করে।

বর্তমানে ফ্রন্টেক্সের ১০ জন সদস্য ফিনল্যান্ডের সীমান্তে কাজ করছেন। দেশটি রাশিয়ার সঙ্গে এক হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত ভাগ করে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর পূর্ব প্রতিবেশীর সঙ্গে ফিনল্যান্ডের সম্পর্ক খারাপ হয়ে যায়।

এটি এপ্রিল মাসে ফিনল্যান্ডকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগদান করতেও প্ররোচিত করে।

 

সূত্র : এএফপি

জিবিডেস্ক //

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন