
আবু সাঈদ আনসারী লন্ডন ||
১২/০৭/২০১১
টুকরো টুকরো হচ্ছে তারা
রক্তে রক্তে বইছে সারা…
মরছে তারা অবিরত।
লাশগুলো যে ক্ষত বিক্ষতজ!!
তোমার খোঁপায় ফুলটা আছে
কানে কিন্তু দোলটা আছে,
এ দেশ থেকে ও দেশ যাচ্ছ
মজায় মজায় বেশ তো খাচ্ছ।
মানষেরা হায় হায় করছে
হাজার হাজার সেতো মরছে!
হাহাকারে আরাকান কাঁপছে,
দোকানীরা কাফন মাপছে।
তোমার খোঁপায় ফুলটা আছে
কানে কিনতু দোলটা আছে,
এ দেশ থেকে ও দেশ যাচ্ছ,
মজায় মজায় বেশ তো খাচ্ছ।
তোমার খোঁপায় ফুলটা আছে