জিবিডেস্ক //
দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ি পাড়ি জমাচ্ছেন সব শ্রেণি-পেশার মানুষ। ঈদযাত্রার শেষ মুহূর্তে লোকে লোকারণ্য হয়ে উঠেছে কমলাপুর রেলস্টেশন। ফলে সকাল থেকেই কমলাপুর স্টেশন থেকে দেশের বিভিন্ন রুটে স্ট্যান্ডিং টিকিটের জন্য যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শত চেষ্টার পরেও কোথাও মিলছে না টিকিট নামের সোনার হরিণ। একটি টিকিটের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। স্ত্রী ও ছেলে-মেয়েদের সঙ্গে নিয়ে টিকিট পেতে চলছে শেষ মুহূর্তের লড়াই৷ ভিড় বেশি হওয়ায় স্ট্যান্ডিং টিকিট প্রতি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত দশ টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীদের কেউ কেউ।
ঢাকা থেকে ঈদ উদযাপন করতে ময়মনসিংহের মোহনগঞ্জে যাবেন কলেজ শিক্ষার্থী ফজলে রাব্বি। ঢাকা পোস্টের সঙ্গে কথা হলে তিনি বলেন, মোহনগঞ্জের স্ট্যান্ডিং টিকিট সাধারণত ৯০ টাকা করে নেওয়া হয়। কিন্তু আজ ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে আমি টিকিট পেয়েছি। পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করতে পারব বিষয়টি ভেবেই ভালো লাগছে।
রংপুর এক্সপ্রেসের টিকিট কেটেছেন ঢাকা কলেজের শিক্ষার্থী কৌশিক আহমেদ। ঢাকা পোস্টের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি রংপুর যাব বলে আগেই টিকিট করে রেখেছি। অনলাইনে টিকিট কাটতে গিয়ে সার্ভারে কিছুটা জটিলতা ছাড়া তেমন কোনো অসুবিধা হয়নি। আমার ট্রেনের শিডিউল সকাল দশটায় হলেও আগে থেকেই চলে এসেছি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারার অনুভূতি বলে বোঝানো যাবে না।
ময়মনসিংহগামী আরেক যাত্রী ফিরোজ মিয়া বলেন, বাচ্চা কোলে নিয়ে সকাল থেকেই দাঁড়িয়ে আছি। লম্বা লাইন। এখনো টিকিট পাইনি। টিকিট পাব কিনা তাও জানি না। কোনোমতে দাঁড়িয়ে যেতে পারলেই খুশি।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন