সেমি আক্তারের আঁকা ৭ ছবিতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড

gbn

  জিবিনিউজ24ডেস্ক//  

বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের শুভেচ্ছা কার্ডে বহুমাত্রিক প্রতিবন্ধী শিল্পী মোছা. সেমি আক্তারের আঁকা সাতটি ছবি স্থান পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত শুভেচ্ছা কার্ডে ‌‘শুভ নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ’ জানানো হয়েছে।

এদিকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীসহ বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নববর্ষ উপলক্ষে আজ সরকারি ছুটি।

এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ আরও একটি বছর পার করেছে। এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।’

দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘শুভ নববর্ষ’।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন