ছাত‌কে ফেইসবু‌কেই লেখা‌লে‌খি ঘটনায় হামলায় একই পরিবারে আহত ৫

gbn

  সুনামগঞ্জ প্রতিনিধি
ছাত‌কে ফেইসবু‌কেই স্থানীয় এম‌পি
মু‌হিবুর রহমান মা‌নি‌কের ছ‌বি নি‌য়ে দুপ‌ক্ষের ম‌ধ্যে প‌ক্ষে বিপ‌ক্ষে  লেখা‌লে‌খির বি‌রো‌ধে নি‌য়ে অত‌কিত হামলায় একই পরিবারে ম‌হিলাসহ ৫ জন আহত হ‌য়ে‌ছেন।এ ঘটনায় আহত গত সোমবার সকা‌লে ইমরান আহমদ বাদী হ‌য়ে সাজু মিয়া‌কে প্রধান আসামী করে ৭ জনের না‌মে থানায় লিখিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন।

গত শ‌নিবার সন্ধ‌্যায় উপ‌জেলার ছৈলাআফজলাবাদ ইউপির শিবনগর সিংগুয়া গ্রা‌মে এ হামলার ঘটনা ঘ‌টে।
জানাযায়, ইমরান তার ফেইসবুক আইডিতে স্থানীয় এম‌পির মু‌হিবুর রহমান মা‌নি‌কের এক‌টি ছ‌বি ক‌রেন। এ ছ‌বি তার  ফেইসবু‌ক আইডি‌তে পোষ্ট করায় ক্ষোব্ধ হ‌য়ে উঠেন একই গ্রা‌মের মৃত সিরাজ মিয়ার পুত্র সাজু মিয়া। এ নি‌য়ে সাজু ও
ইমরানের ম‌ধ্যে ফেইসবু‌ক আইডির মাধ‌্যমে
দৃজ‌নের ম‌ধ্যে পাল্টা পা‌ল্টি মন্তব‌্য চ‌লে থা‌কে। এ ম‌ধ্যে ইমরান‌কে হঠাৎ ক‌রে হত‌্যার হুম‌কি দেয় সাজু্।

গত শ‌নিবার বিকা‌লে সাজু মিয়ার ৮,৯জ‌নের নেতৃত্বে দেশী অস্ত্র নি‌য়ে ইমরা‌নের বসত বা‌ড়ি‌তে টু‌কে অ‌তকিত হামলা চালায়। এসময় ইমরা‌ন আহম‌দের পরিবারের সদস্যরা তাদেরকে বাঁধা দিলে ইমরা‌নে মা জাহানারা বেগম,চা‌চি লাভলী বেগম,ভাই সু‌হেল আহমদ,ইমরান আহমদ বোনসহ পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায় তারা। তা‌দেরকে আহত অবস্থায় ছাতক হাসপাতা‌লে ভ‌তি করা হ‌য়ে‌ছে। আহ‌তের ম‌ধ্যে জাহানারা বেগ‌মের অবস্থা আশংকাজনক থাকায় তা‌কে গত রোববার রা‌তে ছাতক হাসপাতাল থে‌কে সি‌লেট ওসমানী মে‌ডিক‌্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌তি করা হ‌য়ে‌ছে।
এ ঘটনায় আহত ইমরান আহমদ তার ওপর অত‌কিত হামলার ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে ব‌লেন,সাজু তার বা‌ড়ির রাস্তা জোর পুবক দখ‌ল করার চেষ্টা কর‌ছিল।

গত সোমবার দুপু‌রে এস আই শা‌হিন আহমদ ঘটনাস্থল প‌রিদশন ক‌রে‌ছেন। হামলাকারী‌দের গ্রেফতা‌বের অ‌ভিযান ব‌্যাহত র‌য়ে‌ছে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছেন।

এব‌্যাপা‌রে থানার ভারপ্রাপ্ত  অফিসার ইনচার্জ (ওসি) খাঁন মোহাম্মাদ মাঈনুল জাকির এ ঘটনায় লি‌খিত অ‌ভি‌যো‌গ প্রা‌প্তির সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন তদন্তপুবক হামলাকারী‌দের বিরু‌দ্ধে আইনানুগত ব‌্যবস্থা নেয়া হ‌বে। !!

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন