জিবিনিউজ24ডেস্ক//
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ দেশের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দল গঠন হয়েছে আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগ ক্ষমতা এলে দেশের উন্নতি হয়। আর জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছেন জিয়া। উচ্চ আদালতের রায় আছে। ক্ষমতায় বসে ক্ষমতার দাপটে যে দল তৈরি করেছিল সেই দল হচ্ছে বিএনপি। এরা মানুষের কল্যাণ চায় না, এরা মানুষকে আগুন দিয়ে পোড়ায়। আওয়ামী লীগের সঙ্গে তাদের (বিএনপির) তুলনা হয় না।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেকেই অনেক কথা বলেন, আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা করে। কেউ কেউ বলে দুই দল। এখানে একটা কথা বলতে চাই, ২০০৮ নির্বাচনে বিএনপি ৩০০ সিটের মধ্যে পেয়েছিল মাত্র ৩০টা আসন। আওয়ামী লীগ মহাজোট করেছিল। বিএনপির ছিল ২০ দলীয় জোট। বিএনপি পেল ৩০টি সিট, আর বাকিগুলো আওয়ামী লীগ। তাহলে এই দুই দল এক পর্যায়ে হয় কীভাবে?
তিনি বলেন, বিএনপির সরকারের আমলে জঙ্গিবাদ, সন্ত্রাস, গ্রেনেড হামলা, ৫০০ জায়গায় একই সাথে বোমা হামলা, ৬৩ জায়গা বোমা হামলা, দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন, ওরা মানুষকে কিছু দেয়নি, মানুষের অর্থ লুটপাট করে বিদেশে নিয়ে গেছে। এমন একটা রাজনৈতিক দল তারা নিজেদের গঠনতন্ত্র মানে না। নিজেরা নিজের দলের গঠনতন্ত্র মানে না, নিয়ম মানে না, আইন মানে না, সেই দলের সাথে আওয়ামী লীগের তুলনা চলে না। যারা তুলনা করে তারা ভুল করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ওয়াদা করেছিলাম সব ঘর আলোকিত করব, আজ বাংলাদেশের সকল ঘরে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি। এখন বিশ্ববাজারে তেলে দাম, গ্যাসের দাম, সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ ব্যবহারে আপনারা সাশ্রয়ী হবেন। লন্ডনে প্রায় ১৫০ ভাগ বিদ্যুতের দাম বাড়িয়েছে। আমরা কিন্তু যে টাকা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি তার অর্ধেক মূল্যে মানুষের কাছে দিচ্ছি। সেচ কাজের জন্য ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছি।
তিনি বলেন, আমাদের কৃষকরা অনেক কষ্ট করে চাষবাদ করে, বর্গাচাষীরা কখনো ঋণ পেত না। আওয়ামী লীগ ক্ষমতা এসে বর্গা চাষীরা যাতে বিনা জামানতে ঋণ নিতে পারে সেই ব্যবস্থা করেছে। আমরা কৃষকদেরকে উপকরণ কার্ড দিচ্ছি।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে সারা বিশ্বের ভার্বমূূর্তি উজ্জ্বল হয়েছে। করোনা মোকাবিলা করেছি। আজকে যদি করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে দেশকে আরো উন্নত পথে নিয়ে যেতে পারতাম। তারপরও আমি বলব, আমাদের মাটি উর্বর, আমাদের মানুষ আছে, দেশকে আমরা উন্নত পথে এগিয়ে নিয়ে যাব।
 
                            
                             
                                                                                                
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন