গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের বৌলতলী সাহাপুর সম্মিলিত উচ্চ বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ফেব্রুয়ারী) বিকালে বৌলতলী সাহাপুর সম্মিলিত উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহাসিন উদ্দিন, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম তালুকদার, বৌলতলী ইউপি আওয়ামী লীগের সভাপতি গোপাল বনিক, সাধারণ সম্পাদক রহিজ আলী উকিলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বৌলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন