বিলম্বিত অর্থ প্রদানে সৌদি থেকে তেল চাইলেন মোমেন

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে। জ্বালানি চাহিদা মেটাতে সংকটে রয়েছে বাংলাদেশও। এমন পরিস্থিতির মধ্যে সৌদি আরবকে বিলম্বিত অর্থ প্রদানের ভিত্তিতে অপরিশোধিত ও পরিশোধিত তেল দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। এসময় মন্ত্রী এ আহ্বান জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জ্বালানি ও তেলের চাহিদা পূরণে সৌদিকে সম্ভাব্য সহযোগিতা করার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। এক্ষেত্রে তিনি দেশটিকে অপরিশোধিত ও পরিশোধিত তেল বিলম্বিত অর্থ প্রদানের ভিত্তিতে দেওয়ার বিবেচনা করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। পাশাপাশি তিনি সৌদির ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) থেকে ইস্টার্ন রিফাইনারি ইউনিট-২ এ সম্ভাব্য অর্থায়নের সম্ভাবনা অন্বেষণ করার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান। মন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।  

বৈঠকে তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের একটি চিঠি ড. মোমেনের কাছে হস্তান্তর করেন। ওই চিঠিতে চলমান পারস্পরিক সহযোগিতা পর্যালোচনা ও ত্বরান্বিত করতে ড. মোমেনকে দেশটি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

বহুপাক্ষিক ফোরামে সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী রিয়াদে এক্সপো-২০৩০ আয়োজনে দেশটির প্রতি বাংলাদেশের সমর্থনের কথা স্মরণ করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন