সর্বজন। মিজানুর রহমান মিজান

সর্বজন
মিজানুর রহমান মিজান
বিচিত্র এ সুন্দর ত্রিভুবন
কে বানাল কর অন্বেষণ।।
হরেক রকম পাখি উড়ে আকাশে
মানব জীবন বাঁচায় বাতাসে
জীবন কাটায় মাছ পানিতে ভেসে
সকলই নিয়ামত তার অপূরণ।।
বৃক্ষলতা অগণিত তারকারাজি
সবাই গুণগান গায় পাগল সাজি
অপরূপ অনুদান মাঠের কারুকাজি
কত সুর সৃষ্টির অবর্ণন।।
জলে স্থলে বাস করে কত যে প্রাণী
হুকুম ছাড়া কেহ নড়ে না একটুখানি
স্বচ্ছ স্পষ্ট তারই দান দিবস রজনী
মাটি সহে কত শোষণ নির্যাতন।।
মরণ ধ্বংস পিছুপিছু সবার সর্বক্ষণ
চুপিচুপি ভুল শুদ্ধ কর বিবেচন
সর্বকুল তার-ই আওতায় ভাবতে কি বারণ
তার গানে শীতল প্রাণ ভাবনায় থাকি সর্বজন ।।